9 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

চির শান্তিতে থাকুন জামান ভাই

চির শান্তিতে থাকুন জামান ভাই
শামসুজ্জামান খান

আর নেয়া যায় না। চারপাশে এতো মৃত্যুসংবাদ , তার মাঝে প্রতিদিন শুনতে হচ্ছে প্রিয়জনদের চলে যাওয়ার সংবাদ। একে একে হারিয়ে ফেলছি আমাদের সব প্রাজ্ঞ গুনীজনদের। ভোররাতে ঘুমাতে যাবার আগে বন্ধু ছড়াকার সারওয়ার উল ইসলামের মেসেজ। ‘জামানভাই চলে গেলেন।’

সংবাদটি শুনে বিমুঢ় হয়ে গেলাম।

- Advertisement -

ঘন্টা দুই আগে অগ্রজ ছড়াকার লুৎফর রহমান রিটনভাইয়ের স্ট্যাটাসে জেনেছিলাম জামানভাই লাইফ সার্পোটে। তখন বিন্দুমাত্র ভাবিনি দুইঘন্টা পরে দুঃসংবাদটি ধেয়ে আসবে!

রিটনভাই আশাবাদ ব্যক্ত করে লিখেছিলেন, ‘ঢাকায় ফিরে জামানভাইয়ের সাথে বাংলা একাডেমিতে তার কক্ষে ধুমায়িত কফির মগে চুমুক দিতে দিতে গল্প করবেন। ‘

তার আগে আমাদের সবার শুভকামনা ব্যর্থ করে ড.শামসুজ্জামান খান, প্রিয় জামানভাই আপনি চলে গেলেন।

আহা জামানভাই আর দেখা হবে না। ভাবতেই বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে।

বাংলা একাডেমী, বইমেলা, আমার প্রযোজনায় একুশে টেলিভিশনের বৈশাখের বিশেষ আয়োজন, বইমেলা নিয়ে একুশে রাতের টকশো, একুশে দুপুরের লাইভ অনুস্টান, জাতীয় জাদুঘর ছাড়াও কত কত সেমিনারে দর্শক সারিতে বসে আপনার আলোচনা শুনেছি। কত স্মৃতি আপনার সাথে। সময় অসময় ফোন করে কত বিরক্ত করেছি। সবই স্মৃতির পাতায় জমে গেল!

এই করোনা কি এসেছে আমাদের সব গুনীজনদের কেড়ে নিতে?

অনন্তযাত্রায় চির শান্তিতে থাকুন জামানভাই।

- Advertisement -

Related Articles

Latest Articles