30.6 C
Toronto
রবিবার, আগস্ট ৭, ২০২২

ইউকে ও ব্রাজিলের ভেরিয়্যান্টের প্রকোপে পরিস্থিতির অবনতি ঘটেছে

- Advertisement -
ইউকে ও ব্রাজিলের ভেরিয়্যান্টের প্রকোপে পরিস্থিতির অবনতি ঘটেছে
ভ্যাঙ্কুভার ডেল্টা হাসপাতাল

ব্রিটিশ কলাম্বিয়া প্রদশের ভ্যাঙ্কুভার শহরের ডেল্টা হাসপাতালে রোগির ভিড় বেড়েই চলেছে। তবে সেখানে তুলনামূলকভাবে তরুণ রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে কর্তপক্ষ। ডেল্টা হাসপাতালের চিকিৎসক ডা. মাইকেল কারি বলেন, ‘এখন আমি শুধু তরুণ রোগিদের দেখছি। গত কয়েক মাসে যারা ভর্তি হয়েছেন, তাদের কারোরই বয়স ৪৫ বছরের উপরে নয়। বাস্তবে আমরা ত্রিশোর্ধ্ব বয়সীদের ভর্তি করছি। এমনকী আমরা বিশোর্ধ্ব বয়সী একজনের ফুসফুসে কোভিড সংক্রমণ ঘটায় তাকে ভর্তি করেছি, যার শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছিল।’

তিনি আরও জানিয়েছেন, গাণিতিক হারে সংক্রমণ পরিস্থিতিকে পাল্টে দিয়েছে। নিবিড় পরিচর্যার শয্যাগুলো দ্রুতই পূরণ হয়ে যাচ্ছে এবং তা আমাদের জরুরি সেবা ও হাসপাতালের অপরাপর বিভাগের উপর নির্ঘাত চাপ সৃষ্টি করতে যাচ্ছে। তার মতে, প্রাদেশিক নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট কঠোর মাত্রার নয়। ইউকে ও ব্রাজিলের ভেরিয়্যান্টের প্রকোপে পরিস্থিতির অবনতি ঘটেছে।

ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে চলতি এপ্রিল মাসের প্রথম চার দিনে কোভিড-১৯ আক্রান্ত নতুন রোগির সংখ্যা দাঁড়িয়েছে ৪,০৪০ জন, যার মাঝে ভেরিয়্যান্ট আক্রান্ত হয়েছেন ৯১৬ জন। ফলে প্রদেশে ভেরিয়্যান্ট সংক্রমিত মোট রোগির সংখ্যা দাঁড়িয়েছে ৩,৫৫৯ জন।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles