4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বিমানের চাকায় লুকিয়ে ১১ ঘণ্টা, আফ্রিকা থেকে ইউরোপে

বিমানের চাকায় লুকিয়ে ১১ ঘণ্টা, আফ্রিকা থেকে ইউরোপে - the Bengali Times
প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফোল বিমানবন্দরে অবতরণ করা একটি বিমানের চাকার নিচে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে জীবিত পেয়েছে বলে জানিয়েছে ডাচ পুলিশ।

মালবাহী বিমানটি কেনিয়ার নাইরোবিতে একটি যাত্রাবিরতিসহ জোহানেসবার্গ থেকে আমস্টারডামে পৌঁছাতে সময় লাগে ১১ ঘণ্টা।

- Advertisement -

এত উচ্চতায় ঠান্ডা ও অক্সিজেন স্বল্পতায় দীর্ঘ যাত্রায় ওই ব্যক্তির বেঁচে থাকাটা বিরল।

পুলিশ জানায়, ওই ব্যক্তির বয়স ও জাতীয়তা এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি।

রয়েল ডাচ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানা হেলমন্ডস বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিমানটির নোজ চাকার অংশে লোকটিকে জীবিত পাওয়া যায় এবং স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

‘লোকটি এখনও বেঁচে আছেন, এটি আসলেই চমকপ্রদ ঘটনা’, বলেন তিনি।

কার্গোলাক্স ইতালিয়া পরিচালিত একটি ফ্লাইট থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করার বিষয়টি ই-মেইলে রয়টার্সকে নিশ্চিত করেছে মালবাহী বিমান পরিচালনাকারী সংস্থা কার্গোলাক্সের একজন মুখপাত্র।

ফ্লাইটের তথ্য অনুযায়ী, কার্গোলাক্সের মালবাহী বিমানটি রোববার জোহানেসবার্গ থেকে শিফোলে আসার পথে নাইরোবিতে থেমেছিল। লোকটি দক্ষিণ আফ্রিকা নাকি কেনিয়া থেকে বিমানটিতে ছড়েছিল, তা জানা যায়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles