1.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

অবসরপ্রাপ্ত শিক্ষকদের আরও কিছুদিন কাজের অনুমতি

অবসরপ্রাপ্ত শিক্ষকদের আরও কিছুদিন কাজের অনুমতি - the Bengali Times
শিক্ষামন্ত্রী স্টিফেন লেচি এক বিবৃতিতে বলেছেন ওমিক্রন ভ্যারিয়েন্টের আগে থেকেই স্কুল বোর্ডগুলো কর্মী সংকট নিয়ে সমস্যায় ছিল

মহামারির কারণে কর্মী সংকটের পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আরও বেশ কিছুদিন কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে যাচ্ছে অন্টারিও। অন্টারিও টিচার্স’ ফেডারেশনের সঙ্গে সম্পাদিত নতুন চুক্তি অনুযায়ী, সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকদের জুন পর্যন্ত আরও ৯৫ দিনের জন্য পুনরায় নিয়োগ দেওয়া যাবে। আগে যেখানে সর্বোচ্চ ৫০ দিনের জন্য পুনর্নিয়োগ দেওয়ান যেত। জানিয়েছে দ্য কানাডিয়ান প্রেস।

শিক্ষামন্ত্রী স্টিফেন লেচি এক বিবৃতিতে বলেছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের আগে থেকেই স্কুল বোর্ডগুলো কর্মী সংকট নিয়ে সমস্যায় ছিল। এই সিদ্ধান্ত দূরশিক্ষণ ও শ্রেণিকক্ষে পাঠদানে স্কুলগুলোকে সহায়তা করবে।

- Advertisement -

অন্টারিও টিচার্স’ ফেডারেশন বলছে, বর্তমান পরিবেশে অবসরে যাওয়া খুব বেশি সংখ্যক শিক্ষক কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে রাজি হবেন বলে মনে হয় না। শিক্ষক সংকট কাটাতে আরও পদক্ষেপের প্রয়োজন।

- Advertisement -

Related Articles

Latest Articles