8.3 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

অস্বচ্ছ পদোন্নতির তদন্ত করছে টিপিএস

অস্বচ্ছ পদোন্নতির তদন্ত করছে টিপিএস - the Bengali Times
টরন্টো পুলিশের একজন মুখপাত্র এক ইমেইল বার্তায় বলেন তদন্ত মানব সম্পদের বিষয় এবং তারা সাম্প্রতিক পদোন্নতিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে

পরীক্ষায় অন্যায় সুবিধা দিয়ে কিছু পুলিশ কর্মকর্তাকে অস্বচ্ছভাবে পদোন্নতি দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখছে টরন্টো পুলিশ সার্ভিস (টিপিএস)। সিটিভি নিউজ টরন্টো বিষয়টি নিশ্চিত করেছে।

টরন্টো পুলিশের একজন মুখপাত্র এক ইমেইল বার্তায় বলেন, তদন্ত মানব সম্পদের বিষয় এবং তারা সাম্প্রতিক পদোন্নতিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে।

- Advertisement -

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি এবং ট্রাইব্যুনালেও যায়নি বলে জানিয়েছেন মুখপাত্র কনি ওসবর্ন। তিনি বলেন, বিষয়টি যদি ট্রাইব্যুনালে যেতো তাহলে তা প্রকাশ করা হতো। কোনো ফৌজদারি অভিযোগ দায়ের করা হলে তাও পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রকাশ করা হতো।

পুলিশের একটি সূত্র অনুযায়ী, একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে পদোন্নতির পরীক্ষায় উত্তরপত্র সরবরাহের অভিযোগ আনা হয়েছে। গত মাসে অনুষ্ঠিত ওই পরীক্ষায় ডজনখানেক কর্মকর্তাকে উত্তরপত্র সরবরাহ করা হয়েছিল। তবে তদন্তের অধীনে থাকা ওই জ্যেষ্ঠস পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles