29.9 C
Toronto
বুধবার, জুন ১৯, ২০২৪

নব্বইয়ে বিয়ে করলেন আইনজীবী, কনের বয়স ৪০

নব্বইয়ে বিয়ে করলেন আইনজীবী, কনের বয়স ৪০ - the Bengali Times
মো ঈসমাইল ও মিনু আরা

নব্বই বছর বয়সে ৪০ বছরের এক নারীকে বিয়ে করলেন কুমিল্লা বার-এর ৫ বারের সভাপতি আইনজীবী মো. ঈসমাইল। আজ সোমবার বিকেলে বিয়ে করেন তিনি।

বিয়েতে ওই আইনজীবীর ৫ ছেলে ১ মেয়ে এবং নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন। কুমিল্লার এ প্রবীন আইনজীবীর বিয়ের খবর ছড়িয়ে পড়লে নগরীজুড়ে আলোচনা সৃষ্টি হয়।

- Advertisement -

বিয়ের বিষয়ে অ্যাডভোকেট মো. ঈসমাইল কারো সঙ্গে কথা বলতে না চাওয়ায় তার কোনো মতামত নেওয়া সম্ভব হয়নি।

জানা গেছে, কনের নাম মিনু আরা। মিনু নামেই পরিচিত তিনি। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তবে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকায় মিনু ভাড়া থাকতেন। তার পরিবার এ বিয়ের সঙ্গে ছিল বলে জানা গেছে।

এদিকে প্রবীন এ আইনজীবীর বিয়ের খবরে তার সহকর্মী ও অনুজরা গতকাল রোববার সন্ধ্যা থেকেই মিষ্টি নিয়ে বাসায় ভিড় জমান। আইনজীবীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও ফুল ও মিষ্টি নিয়ে নবদম্পতিকে অভিনন্দন জানান।

- Advertisement -

Related Articles

Latest Articles