14.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

দ্য কানাডিয়ান মিউজিয়াম অব নেচার

দ্য কানাডিয়ান মিউজিয়াম অব নেচার - the Bengali Times
ছবি জাভেদ ইকবাল

অটোয়া বেড়াতে আসলে সময় বের করে আপনি আর আপনার বাচ্চাদের এই মিউজিয়ামে নিয়ে যেতে পারেন। পৃথিবীর প্রতিটা মিউজিয়ামেরই নিজস্ব বৈশিষ্ট্য আর ধরণ আছে। চমৎকার ডিজাইন, পরিচ্ছন্ন, সুন্দর পরিপাটি করে সাজানো মিউজিয়ামে ঘুরে আরাম পাবেন। বিস্মিত হবেন ৮ কোটি বছর আগের ফসিল দেখে। আমি ডাইনোসরের চাইতেও বেশি বিস্মিত হয়েছি এখন পর্যন্ত বিশ্বের ইতিহাসে সবচাইতে বড় প্রাণী; নীলতিমির কঙ্কাল দেখে। যেটা কিনা প্রায় তিরিশ মিটার পর্যন্ত লম্বা আর দুইশ টন পর্যন্ত ওজনের হতে পারে! বুকের খাঁচা দেখে মনে হলো ভেতর দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। আর চাঁদের বিশাল রেপ্লিকা উপভোগ করবার মতো!

মিউজিয়ামটি বাহুল্যবর্জিত খুব সুন্দর!

- Advertisement -

অটোয়া, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles