5.1 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আরও ১০ জনের ওমিক্রন শনাক্ত, সবাই ঢাকার

 

আরও ১০ জনের ওমিক্রন শনাক্ত, সবাই ঢাকার - the Bengali Times
পুরোনো ছবি

দেশে আরও ১০ জনের করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ২০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই ঢাকা শহরের বাস করেন।

- Advertisement -

আজ বৃহস্পতিবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে। গত ১৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। যার মধ্যে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত সাত দিনে পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয়।

ওয়েবসাইটটিতে করোনার ওমিক্রন আক্রান্তদের বিদেশ ভ্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি। ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস, আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সেই জিনোম সিকোয়েন্স ডেটা জমা দিয়েছে। প্রথম দুটি ওমিক্রন কেস গত ৯ ডিসেম্বর শনাক্ত হয়েছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles