21.5 C
Toronto
মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২

২৫০ বার করোনায় আক্রান্ত হয়েছেন এই ফরাসি টেনিস খেলোয়াড়!

- Advertisement -
বেনোইত পেইর

ফ্রান্সের এক টেনিস খেলোয়াড় দাবি করেছেন, ২৫০ বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, টেনিস র‌্যাংকিংয়ে বিশ্বের ৪৬তম খেলোয়াড় বেনোইত পেইর এই মুহূর্তে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন- সেটা বড় কথা নয়। বড় কথা হলো, তিনি এখন পর্যন্ত আড়াইশ বার করোনা পজিটিভ হয়েছেন! আগামী মাসে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে মেলবোর্নে একটি টুর্নামেন্ট খেলার কথা ছিল তার। কিন্তু পজিটিভ হওয়ায় অজ্ঞাত জায়গায় তিনি কোয়ারেন্টানে আছেন। এর আগে তিনি করোনার টিকা নিয়েছেন এবং টিকা নেওয়ার পক্ষে বারবার কথাও বলেছেন।

সোশ্যাল সাইটে পেইর লিখেছেন, ‘আমার নাম বেনোইত পেইর। আমি ২৫০তম বারের মতো কোভিড পজিটিভ হয়েছি। সত্যি বলতে কোভিডের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারছি না! নাক বেয়ে জল পড়েই যাচ্ছে। দুনিয়ার নানা জায়গার হোটেলে কোয়ারেন্টিন করতে করতে আমি মানসিকভাবে বিধ্বস্ত। চলতি বছর খুব কঠিন ছিল। নতুন বছরও ঠিক একইভাবে শুরু হতে যাচ্ছে! আমি শতভাগ টিকা নেওয়ার পক্ষে। কোভিডের আগে পরিস্থিতি যেমন ছিল, আসুন সেভাবে জীবন শুরু করি। তা ছাড়া এসবের কোনো মানে নেই। ‘

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles