23.3 C
Toronto
বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

সানি লিওনের পিছু ছাড়ছে না ‘মধুবন’ বিতর্ক

সানি লিওনের পিছু ছাড়ছে না ‘মধুবন’ বিতর্ক - the Bengali Times
<br >সানির মধুবন গানটি পুরো নিষিদ্ধ করার দাবি উঠেছে ছবি সংগৃহীত

সানি লিওনের ‘মধুবন’ গান ও তার ভিডিও নিয়ে বিতর্কের শেষ নেই। গানের কথা পালটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও এই বিতর্কে যেন শেষ হচ্ছে না। এবার এই গানের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে মুম্বাইয়ের রাস্তায়। পোড়ানো হয়েছে অভিনেত্রীর পোস্টার। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের এম জি রোডে।

ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, সানির ‘মধুবন’ গানের কথা ও অশ্লীল নাচের দৃশ্যের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেছিল অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় বজরং দলের সদস্যরা। শুধু গানের কথা বদলে দেওয়া নয়, গানটি পুরো নিষিদ্ধ করার দাবি তুলেছে এই দুই দল। বিক্ষোভকারীরা সানির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন।

- Advertisement -

২২ ডিসেম্বর প্রকাশ্যে এসেছিল সানি লিওনের নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’। তারপর থেকেই অভিনেত্রীর বিরুদ্ধে রাধা সেজে অশ্লীল নাচের অভিযোগ উঠতে থাকে। এমন মিউজিক ভিডিওর জন্য সানি লিওনকে ক্ষমা চাইতে হবে বলে দাবি ওঠে। পাশাপাশি তিনদিনের মধ্যে ভিডিওটি পাবলিক প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলারও হুমকি দেওয়া হয়।

গত সোমবার টুইটারে ট্রেন্ডিং শীর্ষে উঠে আসেন প্রাক্তন পর্ন তারকা সানি। অভিনেত্রীকে গ্রেপ্তারের দাবিতে সরব হন নেটিজেনরা। রাধা সেজে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় তীব্র কটাক্ষের মুখে পড়তে হচ্ছে সানিকে।

- Advertisement -

Related Articles

Latest Articles