
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত মুখ সুমাইয়া রিমু। বিভিন্ন ভিডিও ও অনলাইন উপস্থিতির মাধ্যমে ভাইরাল হয়ে উঠা এই তরুণী সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিয়েছেন চমকপ্রদ এক মন্তব্য।
সম্প্রতি এক বেসরকারি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, যখন টুকটাক শপিং করতে বের হই বসুন্ধরা বা পুলিশ প্লাজা যেখানেই যাই, তখন বেশিরভাগ সুগার ড্যাডিরা অফার দেয়।
ফোনেও অনেক অফার আসে, বেশিরভাগ অফারে বলে বিয়ে করতে চাই। তবে আমাকে কেউ বাজে অফার দেয়নি কখনো, সবাই বিয়ের অফারই দেয়।