1.9 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

‘বাড়ি ফিরে আয় বাবা, লায়লাই হবে তোর জীবনসঙ্গী’

‘বাড়ি ফিরে আয় বাবা, লায়লাই হবে তোর জীবনসঙ্গী’ - the Bengali Times
ছবি সংগ্রহ

কাউকে খুঁজে না পাওয়া গেলে সংবাদপত্রে বা টেলিভিশনে নিখোঁজ বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। কত দিন ধরে নিখোঁজ, সংশ্লিষ্ট ব্যক্তির গায়ের রং, হারিয়ে যাওয়ার সময় কী ধরনের পোশাক পরা ছিল, শারীরিক গঠন ইত্যাদি সবিস্তারে লেখা হয় বিজ্ঞাপনে। কিন্তু সম্প্রতি এক দম্পতি তার ছেলের যে নিখোঁজ বিজ্ঞাপন দিয়েছেন তা দেখে চোখ চড়ক গাছ হওয়ার জোগাড়।

পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে না দেওয়ায় এবং পছন্দের দোকান থেকে শেরওয়ানি না কেনায় বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়েছেন তাদের ছেলে। আর তাকে বাড়ি ফেরাতেই অভিনব এক বিজ্ঞাপন দিয়েছেন ওই বাবা-মা। খবর আনন্দবাজার পত্রিকার।

- Advertisement -

বিজ্ঞপনের বর্ণনায় বলা হয়েছে, ছেলের বয়স ২৪। ফর্সা, সুন্দর এবং উঁচু-লম্বা। পাশেই লেখা, নিখোঁজ!

তার ঠিক নীচেই বাবা-মায়ের আর্জি, ‘বাড়ি ফিরে আয় বাবা মজনু। তোর জন্য সবাই ভীষণ চিন্তায় আছি।’ বিজ্ঞাপন দেখে বোঝা যাচ্ছে ছেলের পছন্দমতো পাত্রীর সঙ্গে বিয়ে না দেওয়ায় বাড়ি ছেড়েছেন। আর তাতেই দিশাহারা পরিবার। ছেলের দাবি মানা হবে, এই কথা জানিয়েই তাকে ফিরে আসার অনুরোধ করেছেন বাবা-মা।

‘দ্য টেলিগ্রাফ’-এর ওই বিজ্ঞাপনে আরও লেখা হয়েছে, ‘আমরা তোর দাবি মেনে নিয়েছি। লায়লাই হবে তোর জীবনসঙ্গী। তোর পছন্দমতো দোকান থেকেই শেরওয়ানি কেনা হবে। নিউ মার্কেটের সেই দোকানেই আমরা যাব। ওখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। তাছাড়া তোর বৌভাতের দিনের জন্য আমরা সবাই ওই দোকান থেকেই কুর্তা কিনব।’

- Advertisement -

Related Articles

Latest Articles