23.3 C
Toronto
বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী বিশপ যেভাবে মনে রেখেছেন ডেসমন্ড টুটুকে

যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী বিশপ যেভাবে মনে রেখেছেন ডেসমন্ড টুটুকে - the Bengali Times
<br >যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী বিশপ জেন

যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী বিশপ জেন রবিনসনের নাম ২০০৮ সালে নিউ হ্যাম্পশায়ারের বৈশ্বিক বিশপ সম্মেলন থেকে বাদ দেওয়া হয়েছিল। সমকামী হওয়ায় তাকে ওই সম্মেলন থেকে বাদ দেওয়া হয়। এ ঘটনায় জেন রবিনসনের পাশে দাঁড়ান সদ্য প্রয়াত ডেসমন্ড টুটু।

রবিনসনের প্রকাশ করা একটি বইয়ে টুটুর লেখা ছাপা হয়েছে। ডেসমন্ড টুটু সেখানে লিখেছেন, জেন রবিনসন দারুণ মানুষ। একই গির্জায় তাকে পেয়ে আমি গর্বিত।

- Advertisement -

প্রসঙ্গত, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে প্রথম সমকামী ব্যক্তি হিসেবে বিশপ নির্বাচিত হন জেন রবিনসন। জেন রবিনসন স্থানীয় সময় রবিবার বলেছেন, আমি পরাবাস্তব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। সারাবিশ্ব থেকেই আমি দুঃখ পাচ্ছিলাম। সম্ভবত ওই সময় থেকে এখন পর্যন্ত সারাবিশ্বের কেউ ডেসমন্ড টুটুর চেয়ে কাছের ছিল না।

দক্ষিণ আফ্রিকার নোবেল পুরস্কার বিজয়ী অ্যাক্টিভিস্ট ডেসমন্ড টুটু ৯০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তিনি ছিলেন বর্ণবাদের বিরুদ্ধে আপসহীন নেতা, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী নিপীড়নের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। সেইসাথে সমকামী অধিকার এবং সমকামী বিয়ের জন্য একজন নেতৃস্থানীয় উকিল।

রবিনসন আরও বলেন, বর্তমান সময়ে এসে সমকামী বিয়ের বিষয়টা কতটা বিতর্কিত ছিল, তা মনে রাখা কঠিন। তিনি ওই সময় যে আমার পাশে দাঁড়িয়েছিলেন সেটা কোনো দিন ভুলবার মতো নয়।

- Advertisement -

Related Articles

Latest Articles