20 C
Toronto
রবিবার, আগস্ট ১৪, ২০২২

হ্যামিলনের বাঁশি শুনলেই রাস্তায় নেমে যেতে হবে: নুর

- Advertisement -
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর

হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশি শুনলেই রাস্তায় নেমে যেতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নুর বলেন, সবাইকে অধিকার আদায়ের আন্দোলনে নামতে হবে। যার যার অধিকার আদায়ের পাশাপাশি ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে দেশ থেকে বিদেশে ছড়িয়ে দিতে হবে।

দেশের আপামর জনসাধারণের অধিকার আদায়ের লড়াইয়ের জন্য প্রস্তুত হন। হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশি শুনলেই রাস্তায় নেমে যেতে হবে।

তিনি বলেন, সরকার মাফিয়া হয়ে গেছে।

মানুষের ওপর নানা অন্যায়, অবিচার, গুম, খুন, অত্যাচার করছে। এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাদের প্রতিহত করতে হবে।

এসময় দুর্নীতি-লুটপাট করে বিপদে পড়ে সরকার এখন জনগণের পকেট কেটে টাকা আদায় করছে বলেও মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles