1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

মাস্ক পরার বিধান এপ্রিল পর্যন্ত বহাল থাকছে

মাস্ক পরার বিধান এপ্রিল পর্যন্ত বহাল থাকছে - the Bengali Times
টরন্টো মেয়র জন টরি

কোভিড-১৯ সংক্রান্ত উপ-আইনগুলো অন্ততপক্ষে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত বর্ধিত করতে যাচ্ছে টরন্টো সিটি কর্তৃপক্ষ। এর ফলে ওই সময় পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে এবং অ্যাপার্টমেন্ট ও কন্ডোর কমন স্পেসে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।

টরন্টো জনস্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. না-কোশি লাম্পটে সুপারিশটি করেন, বুধবার অনুষ্ঠিত সভায় সিটি কাউন্সিলররা যা অনুমোদন করেন।

- Advertisement -

সিটি কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীতের প্রকোপ বাড়ায় এবং অধিক সংখ্যক মানুষ ঘরে থাকার কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোভিড-১৯ এ আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে গেছে। অন্টারিওর সায়েন্স অ্যাডভাইজরি মডেলিং কনসেনসাস টেবিলের ৭ ডিসেম্বরের মডেলিং অনুযায়ী পুরো ডিসেম্বর ও জানুয়ারিজুড়ে আক্রান্ত ও আইসিইউতে রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকবে, যা স্বাস্থ্য খাতের ওপর বাড়তি চাপ তৈরি করবে। আধিপত্যকারী ভ্যারিয়েন্ট হিসেবে ওমিক্রন দ্রুত ডেল্টার স্থান নিতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও ডেল্টাই এখন পর্যন্ত আধিপত্যকারী ভ্যারিয়েন্ট।

টরন্টোর মেডিকেল অফিসার বলেন, উপআইনগুলোর মেয়াদ বাড়ানো হলেও তা সাময়িক এবং মাসিকভিত্তিতে তা পর্যালোচনা করে দেখা হবে।

টরন্টো মেয়র জন টরি বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে টরন্টো জনস্বাস্থ্য বিভাগের সুপারিশের ভিত্তিতে আমরা মাস্ক পরিধান সংক্রান্ত উপআইনটি বাধ্যতামূলকভাবে চালু করেছিলাম। এখন আমরা যেহেতু ওমিক্রনের হুমকিতে আছি তাই জনস্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে আমরা এটা জেনেছি যে, অন্যের ইনডোরে গেলে মাস্ক পরিধান করাটা বেশি জরুরি।

অন্টারিওতে নতুন করে ১ হাজার ৮০০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে টরন্টোতে আক্রান্ত হয়েছেন ৩৪৩ জন। গত ছয় মাসের মধ্যে এটাই আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।

উল্লেখ্য, জনস্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ কবে নাগাদ প্রত্যাহার করা হবে গত অক্টোবরে সে সংক্রান্ত সময়সীমা ঘোষণা করেছিল প্রাদেশিক সরকার। ঘোষণা অনুযায়ী ২৮ মার্চকে মাস্ক পরিধানের বিধান প্রত্যাহারের সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করেছিলেন কর্মকর্তারা। তবে সংক্রমণের সাম্প্রতিক উর্ধগতির কারণে সরকার যেহেতু বিধিনিষেধ আরও শিথিল করার কাজ থামিয়ে দিয়েছে তাই বসন্তে মাস্ক পরিধানের বিধান প্রত্যাহারে ফোর্ড সরকার অনড় আছে কিনা সে ব্যাপারে কিছু জানাননি কর্মকর্তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles