5.4 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

লন্ডনের সেই গাড়ি চাপার মামলা মূলতবী

লন্ডনের সেই গাড়ি চাপার মামলা মূলতবী - the Bengali Times
ফাইল ছবি

অন্টারিওর লন্ডনে গাড়ি চাপা দিয়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার অভিযোগে নাথানিয়েল ভেল্টম্যানের বিরুদ্ধে দায়ের করা মামলা ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবী ঘোষণা করেছে আদালত। ভেল্টম্যানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তিদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গত ৬ জুন এ ঘটনা ঘটে।

ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ থেকেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ। এ ঘটনায় ভেল্টম্যানের বিরুদ্ধে চার কাউন্ট ফার্স্ট-ডিগ্রি মার্ডার ও এক কাউন্ট হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এগুলো সন্ত্রাসবাদের মধ্যে পড়ে।

- Advertisement -

৬ জুনের ওই ঘটনায় ৪৪ বছর বয়সী সালমান আফজাল, তার স্ত্রী ৪৪ বছর বয়সী মাদিহা সালমান, তাদের ১৫ বছর বয়সী কন্যা যমুনা ও সালমানের ৭৪ বছর বয়সী মা তালাত আফজাল নিহত হন। এই দম্পতির ৯ বছর বয়সী পুত্র ফায়েজ গুরুতর আহত হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় আগামী ৯ ফেব্রুয়ারি ভেল্টম্যানকে আদালতে তোলার দিন ধার্য্য করা হয়েছে। খবর: দ্য কানাডিয়ান প্রেস।

- Advertisement -

Related Articles

Latest Articles