-0 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সস্তা প্রতিযোগিতা

সস্তা প্রতিযোগিতা - the Bengali Times
ছবিব্রুনো এগুয়ার আনপ্লাশ

ঘৃণা শব্দটি আমি সচারচর ব্যবহার করি না। সযত্নে এড়িয়ে যাই। কিন্তু যে সব বিষয়কে ঘৃণা করি তার একটি হলো হুজুগে মাতাল হওয়া।

সবাই কক্সবাজার যাচ্ছে আমাকেও যেতে হবে! সবাই নুতন এলইডি টিভি কিনছে আমাকেও কিনতে হবে! সবাই আইফোন কিনছে আমাকেও কিনতে হবে এসবই আমি ঘৃণা করি। অর্থাৎ একদম পছন্দ করি না।

- Advertisement -

মনে পড়ে একটি মোবাইল ফোনের মালিক হয়েছি অনেক বছর পরে। একটি আইফোন কিনেছি সবার হাতে হাতে যখন আইফোন পৌঁছে গেছে। আমার কলিগদের হাতে যখন আইফোন পাঁচ বা ছয় তখন আমি কিনেছি আইফোন চার। তাও পুরনো। এরকম অনেক উদাহরণ আছে।

সম্প্রতি কক্সবাজারে হুজুগে মাতাল হওয়া হাজার হাজার পর্যটককে এক প্লেট পান্তা ভাত কিনে খেতে হয়েছে তিনশত টাকায়। এক হাজার টাকার হোটেল রুম পাঁচ হাজার টাকায়ও নাকি পাওয়া যায় নি। সর্বোপরি অনেককে ফুটপাতে, সৈকতে কিংবা বাসের মধ্যে ঘুমাতে হয়েছে।

এর মধ্যে মর্মান্তিক হলো একজন গৃহবধুকে ধর্ষণ করা হয়েছে। কক্সবাজার সমুদ্রসৈকতে সপরিবারে বেড়াতে যাওয়া এক নারী পর্যটককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে র্যা বের একটি দল কলাতলী এলাকার একটি রিসোর্ট থেকে তাঁকে উদ্ধারের কথা জানিয়েছে। আটক থাকা অবস্হাঁয মহিলাটি ৯৯৯ কল করলে বলা হয় থানায় গিয়ে রিপোর্ট করতে। পরে র্যাব গিয়ে উদ্ধার করেছে।

প্রশ্ন হলো হঠাৎ করে কক্সবাজারে কি মধুর নহর পরতে শুরু করেছিলো? একযোগে এত পর্যটক সেখানে যাবার কারণ কি?

যেটা জানলাম, তার অন্যতম কারণ হলো ছুটির অভাব। মধ্যম আয়ের দেশ, উন্নত দেশ হয়ে গেছে বলে যেখানে দাবী করা হয় সেই দেশে নাগরিক অধিকার এত চ্যাড়াব্যাড়া কেন? সরকারী বেসরকারী চাকুরীজীবিদের বাধ্যতামুলক ভ্যাকেশন নাই কেন? ছুটি চাইলেই নাকি বসদের চোখ লাল হয়ে যায়! এসব কারণেই কি মানুষ সরকারী ছুটির জন্য হুমড়ি খেয়ে বসে থাকে?

একটি দেশ উন্নত করতে কি শুধু ইট সুড়কির দালান কোঠা আর ব্রিজ কালভার্ট হলেই চলে?

আর একটি কথা। এক টাকার জিনিষ পাঁচ টাকায় কেনার টাকা কোথা থেকে আসে? রাত বিরাতে কক্সবাজার কুয়াকাটা কিংবা রাত ১২টায় মাওয়া ঘাটে গিয়ে ইলিশ খাওয়ার সংস্কৃতি কি আসলেই নিরাপদ?

সবাইকে সুস্হ্য মস্তিস্কে বিষয়গুলো বিবেচনার অনুরোধ করি। ইদুর দৌড়ের যান্ত্রিক প্রতিযোগীতা বন্ধ করুন। কথায় কথায় আলহামদুলিল্লাহ আর আল্লাহ রসুলের নাম নেয়া মানুষের হাতে এত অবৈধ টাকা আর কুসংস্কৃতির আমদানী হয় কি করে?

সস্তা প্রতিযোগীতা বন্ধ করুন। নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখুন।

স্কারবোরো, টরন্টো

- Advertisement -

Related Articles

Latest Articles