0.6 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বুটেক্সের ভর্তি পরীক্ষার ফল পরিবর্তন, তদন্তে দুদকের টিম

বুটেক্সের ভর্তি পরীক্ষার ফল পরিবর্তন, তদন্তে দুদকের টিম - the Bengali Times

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২০-২১ সালের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে।

- Advertisement -

অভিযোগ তদন্তে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নিয়ামুল আহসান গাজীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক টিম অভিযোগের বিষয়ে বুটেক্স উপাচার্য অধ্যাপক আবুল কাশেম, ভর্তি কমিটির সদস্যসচিব ও রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করেন।

এসময় তারা দুদক টিমকে জানায়, গত ১৭ নভেম্বর বুটেক্সে ২০২০-২১ সালের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষায় রেজাল্ট তৈরিতে ব্যবহৃত সফটওয়ারের ত্রুটি ধরা পড়ে। পরদিন ১৮ নভেম্বর তা প্রত্যাহার করে ত্রুটি সংশোধনপূর্বক সংশোধিত ফল প্রকাশ করে। ভর্তি কমিটি ল সভার সিদ্ধান্ত মোতাবেক পুনরায় ফল প্রকাশ করেছে।

দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র খতিয়ে দেখে। অভিযোগের সঙ্গে সম্পর্কযুক্ত রেকর্ডপত্র অভিযোগকারী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে টিম সংগ্রহে নেয়। সংহগৃহীত তথ্য পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দেবে টিম।

এছাড়া একইদিনে ফেনী জেলার সোনাগাজী জপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন নলকূপ স্থাপন প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক মো. সুবেল আহমেদের নেতৃত্বে অন্য একটি দল অভিযান পরিচালনা করে।

দুদক টিম সেই দপ্তর ও প্রকল্প এলাকা পরিদর্শন করে। পরিদর্শনকালে অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদার ও অভিযোগকারীর সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুদকে জানায়, প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং সেই মেয়াদের মধ্যে অসম্পূর্ণ কাজ শেষ করা হবে। ঠিকাদারকে বকেয়া বিলের অর্থ পরিশোধ করা হয়নি।

সূত্র : জাগো নিউজ

- Advertisement -

Related Articles

Latest Articles