-1.4 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

পাল্টে যেতে পারে হিসেব-নিকেশ

পাল্টে যেতে পারে হিসেব-নিকেশ
ছবি ফোর্ড নেশন্স

অন্টারিওতে কোরোনা ভাইরাসের সংক্রমণ কমে আসছে।

এই নিয়ে এখনই খুশি হতে চাচ্ছি না। গত বছরও কমে গিয়েছিল কিন্তু পরে আবার দ্বিতীয়,তৃতীয় ডেউয়ে বৃদ্ধি পয়েছিল।

- Advertisement -

ডেল্টা ভ্যারিয়েন্ট( ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট) এখনো চিন্তার বিষয়। এই ভ্যারিয়েন্ট যে কোন সময় সব হিসাব নিকাশ পাল্টে দিতে পারে।

তবে একটা ভালো খবর হচ্ছে, ৬৪% বেশি কানাডিয়ান অন্তত প্রথম ডোজ ভ্যাক্সিন পেয়েছে যা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে কার্যকর।

কানাডা ডেল্টা ভ্যারিয়েন্ট প্রভাবিত পোস্টাল কোডগুলিকে হটস্পট হিসাবে চিহ্নিত করে এই সব পোস্টাল কোডের বাসিন্দাদের দ্রুত দ্বিতীয় ডোজ ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা নিয়েছে।

এই উদ্যোগটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। প্রধান মাথা ব্যথার কারন যেহেতু ডেল্টা ভ্যারিয়েন্ট সেহেতু শুরুর দিকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হলে ভালো ফল আশা করা যায়।

ইন্ডিয়াতে ডেল্টা ভ্যারিয়েন্ট মিউটেট হয়ে এটি এখন নতুন রূপ নিয়েছে। একে বলা হচ্ছে ডেল্টা প্লাস। এই ডেল্টা প্লাসের সংক্রমণ ক্ষমতা আরো বেশি।

তাই খুশি হবার সময় এখনো আসে নি। যে কোন সময় সব কিছু পাল্টে যেতে পারে।

তবে কোন ভ্যারিয়েন্টই ভ্যাক্সিনের কার্যকারিতা একেবারে ধ্বংস করে দিতে সক্ষম হয় নি। ফাইজার,মডার্না, এস্ট্রোজেনিকা এখনো কিছুটা কম হলেও ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর।

ভাইরাস টিকে থাকে সংক্রমণের স্থান খুজে পেলে। যত বেশি ভাইরাসের স্থান সংকোচিত হবে তত বেশি ভাইরাস হ্রাস পাবে। একসময় দুর্বল হয়ে বিলীন হয়ে যাবে।

তাই যত বেশি মানুষ ভ্যাক্সিন প্রাপ্ত হবে তত বেশি ভাইরাস সংক্রমণের স্থান লোপ পাবে।

ভ্যাক্সিনই পারে কোরোনা ভাইরাসের বিদায় ঘন্টা বাজিয়ে দিতে।

সেই দিনটি হয়ত বেশি দূরে নয়। তবে আত্নতুষ্টির সময় এখনো আসে নি।

সময় যত যাবে তত বিষয়গুলি স্পষ্ট হবে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles