2.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

আপনাদের খারাপ দিন আসবে, আমি অভিশাপ দিচ্ছি : জয়া বচ্চন

আপনাদের খারাপ দিন আসবে, আমি অভিশাপ দিচ্ছি : জয়া বচ্চন - the Bengali Times
<br >ফাইল ছবি

সংসদে মেজাজ হারালেন ভারতীয় সমাজবাদী পার্টির সাংসদ ও অভিনেত্রী জয়া বচ্চন। আজ সোমবার যখন মাদকদ্রব্য সংক্রান্ত বিলের ওপর আলোচনায় অংশ নিচ্ছিলেন তিনি, ঠিক তখনই একজন সদস্য ব্যক্তিগত মন্তব্য করে বসেন। যা শুনেই রাগান্বিত হন জয়া বচ্চন।

অমিতাভ বচ্চন-পত্নী বলেন, ‘সংসদে বসে তারা কীভাবে ব্যক্তিগত মন্তব্য করতে পারে? এটা খুবই দুঃখজনক যে, সহকর্মীদের জন্য আপনাদের যথেষ্ট শ্রদ্ধা বা সম্মান নেই? আপনাদের খারাপ দিন আসবে, আমি অভিশাপ দিচ্ছি।’ খবর এনডিটিভির।

- Advertisement -

পানামা কেলেঙ্কারি মামলায় সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দেন বচ্চন পরিবারের গৃহবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন। আর একইদিনে সংসদে আচমকা মেজাজ হারালেন জয়া বচ্চন। মেজাজ এতটাই হারালেন যে দিয়ে বসলেন অভিশাপ। “বিজেপির খারাপ দিন শুরু হতে চলেছে”, এই বলেই রাজ্যসভায় মোদি সরকারের বিরুদ্ধে তীব্র অভিশাপ দেন ক্ষুব্ধ জয়া।

রাজ্যসভায় মাদক (সংশোধনী) বিলের বিষয়ে আলোচনা চলছিল। সেই সময়ই ১২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন সাংসদ জয়া বচ্চন। আর তা করতে গিয়েই বিজেপি সাংসদদের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন অমিতাভ-পত্নী। স্পিকারের কাছে জানতে চান, তারা কীভাবে ব্যক্তিগত বিষয় এবং ঐশ্বরিয়া রায়র নাম নিয়ে মন্তব্য করতে পারেন? এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানান জয়া বচ্চন। খুব শিগগিরই বিজেপির খারাপ সময় শুরু হতে চলেছে বলে অভিশাপও দেন তিনি।

সূত্র : নিউজ এইটটিন।

- Advertisement -

Related Articles

Latest Articles