21.7 C
Toronto
মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২

নিখুঁত ছবি আঁকে শূকর! বিক্রি হয় লাখ টাকায়

- Advertisement -

শিল্পী সে। নাম তার পিগক্যাসো। তুলির টানে নিখুঁত আঁকতে পারে। ছোট শূকর ছানা এভাবে খ্যাতি পেয়েছে। একটি কসাইখানা থেকে এটিকে উদ্ধার করা হয়েছিল। তখন এটির বয়স ছিল মাত্র ৪ সপ্তাহ।

যে নারী তাকে উদ্ধার করেছিলেন তিনি ছবি আঁকেন। হঠাৎ একদিন নিজে থেকেই তুলি দিয়ে আপন মনে ছবি আঁকতে শুরু করে সেই শূকর ছানা।

এরপর ধীরে ধীরে নিজের গুণ ক্রমশ জাহির করতে থাকে ওই শূকরটি। আর এখন তার আঁকা প্রতিটি ছবি বিক্রি হয় অন্তত দুই থেকে তিন লাখ টাকায়। ২০১৬ সালে এটিকে উদ্ধার করে দক্ষিণ আফ্রিকায় নিয়ে আসা হয়। আর এখন তার ওজন ৪৫০ পাউন্ড।

শূকরটির আঁকা ছবিগুলো দেখলেই বোঝা যায় এটা অ্যাবস্ট্রাক্ট আর্টে বিশ্বাসী। এর আগে আরও অন্য বিভিন্ন প্রাণীকে ছবি আঁকতে দেখা গেলেও পিগক্যাসোই প্রথম শূকর যে এই সৃজনশীলতার দিকে নিজের দক্ষতা প্রমাণ করেছে সারা বিশ্বে।

বিভিন্ন সংস্থার মতো এই শূকরটির একটি নিজস্ব একটি ওয়েবসাইটও রয়েছে। সেখানে তার আঁকা এই সুন্দর ছবিগুলোর এক্সিবিশন হয়। পিগক্যাসোর আয় করা টাকার প্রায় পুরোটাই যায় প্রাণীদের রক্ষণাবেক্ষণের জন্য গঠিত বিভিন্ন সেবামূলক সংস্থায়।

উল্লেখ্য, বিশেষজ্ঞরা বলেন যে, শূকররা জন্মগতভাবেই খুবই সৃজনশীল এবং বুদ্ধিদীপ্ত প্রাণী। তাই শূকরের এই বিশেষ প্রতিভায় অবাক হওয়ার কিছু নেই।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles