-0.3 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশে রবিবার শুরু হচ্ছে বুস্টার ডোজ, অগ্রাধিকার ষাটোর্ধ্বদের

বাংলাদেশে রবিবার শুরু হচ্ছে বুস্টার ডোজ, অগ্রাধিকার ষাটোর্ধ্বদের - the Bengali Times

সারা দেশে একযোগে আগামী রবিবার বা সোমবার করোনার টিকার বুস্টার ডোজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। বুস্টার ডোজে অগ্রাধিকার পাবেন ৬০ বছরের বেশি বয়সীরা।

- Advertisement -

শুক্রবার বিকালে স্বাস্থ্যমন্ত্রীর নির্বাচনী আসন মানিকগঞ্জে একটি অনুষ্ঠানে এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যারা ৬০ বছরের ঊর্ধ্বে আছেন, গুরুতর অসুস্থ, তাদের বুস্টার ডোজ দেয়া হবে। সারাদেশে একযোগে আগামী রবিবার বা সোমবার শুরু হবে।’

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন বলেন, বুস্টার ডোজ নিয়ে মিটিং ছিল, সেখানেই হয়তো সিদ্ধান্ত হয়েছে। আপাতত শহরে দেওয়া হতে পারে।

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুইটি ডোজ দেওয়া হলেও কোনো কোনো দেশে আরও একটি ডোজ দেয়া হচ্ছে। তৃতীয় ডোজটিকে বলা হয় বুস্টার।

করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজের সুপারিশ করেন প্রথমে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুস্টার ডোজ দেওয়ার নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, ‘করোনা দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসেছে। শীতে মধ্যে আর কোনো ঢেউ না আসে, এ বিষয়ে এখনই সর্তক হতে হবে।’

সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Related Articles

Latest Articles