11.6 C
Toronto
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে সাকিব আল হাসানের মধুমিলন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে সাকিব আল হাসানের মধুমিলন - the Bengali Times
ছবি সংগৃহীত

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত চরিত্র। আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে জুয়ার বিজ্ঞাপনে মুখ দেখানোর মতো নানা ঘটনায় সমালোচনার খোরাক জুগিয়েছেন। এবার সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করে ফের বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব এখন যুক্তরাষ্ট্রে ঘাঁটি গেড়েছেন। সেখানেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে তাকে। শুধু আড্ডাই নয় করেছেন ফটোসেশনও। ওই ফটোসেশনের বেশ কিছু ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। অনেকেই ছবিগুলো শেয়ার দিয়ে নানা নৈতিবাচক মন্তব্য করছেন।

ছবিগুলোতে দেখা যায়, সাকিবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের নেতারা। তাদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছেন। এগুলো আবার শেয়ারও করেছেন। ওই ছবিগুলো প্রথমে ফেসবুকে পোস্ট করেন দেশটির শাখা ছাত্রলীগের নেতা স্বপ্নীল খান। তিনি ছবিগুলো পোস্ট দিয়ে লিখেছেন, ‘আজ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব ভাই!’

- Advertisement -

এদিকে সম্প্রতি বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৬ এপ্রিল) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেছেন, আমাদের আশঙ্কা সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন। এমন আশঙ্কার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটি আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে। অনুসন্ধানের পরে বোঝা যাবে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles