0.4 C
Toronto
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপাসহ দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপাসহ দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা - the Bengali Times
জান্নাতুল ফেরদৌসী রূপা

আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করা জান্নাতুল ফেরদৌসী রূপা ও ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

- Advertisement -

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বলেন, দুদকের পক্ষ থেকে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপা ও ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেছেন।

জান্নাতুল ফেরদৌসী রূপার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক ফারুক হোসেন।

আবেদনে বলা হয়, জান্নাতুল ফেরদৌসী রূপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও ঘুসের বিনিময়ে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। জান্নাতুল ফেরদৌসী রুপা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

- Advertisement -

Related Articles

Latest Articles