5.6 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

দিল্লিতে শেখ হাসিনার গোপন আশ্রয়ের ঠিকানা ফাঁস

দিল্লিতে শেখ হাসিনার গোপন আশ্রয়ের ঠিকানা ফাঁস - the Bengali Times
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের দিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে রয়েছেন। বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর ভারত সরকারের পক্ষ থেকে তাকে উচ্চ নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। তবে, তার অবস্থানের বিষয়টি সরকার গোপন রাখার চেষ্টা করছে।

- Advertisement -

তথ্যসূত্রে জানা গেছে, শেখ হাসিনাকে রাখা হয়েছে ১১ রাজাজি মার্গে একটি বাংলোতে। যদিও এই ঠিকানাটি ভারত সরকার প্রকাশ্যে জানাচ্ছে না, তবে এই বাংলোটি অত্যন্ত সুরক্ষিত একটি এলাকায় অবস্থিত, যেখানে দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিরা, বিচারপতিরা, সেনাবাহিনীর কর্মকর্তারা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাস করেন।

এছাড়া, জানা গেছে যে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনার নিরাপত্তা দেখভাল করছেন। লুটিয়েন্স বাংলো এলাকা অত্যন্ত নিরাপদ এবং সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে সাংসদ, মন্ত্রী, বিচারপতির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসবাস করেন। এই নিরাপত্তা বলয়টি এতটাই শক্তিশালী যে, সেখানে কেউ খুব সহজে প্রবেশ করতে পারে না।

তবে, ১১ রাজাজি মার্গের বাংলোটির ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা বিষয়টি এড়িয়ে যান এবং বলেন, “আমরা জানি না, ১১ নম্বর রাজাজি মার্গ কোথায়।” গুগল ম্যাপেও এই বাংলোটি পাওয়া যাচ্ছে না, তবে ১০ ও ১২ নম্বর রাজাজি মার্গের মধ্যে এটি ধোঁকা দেওয়ার জন্য গোপন রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, শেখ হাসিনার জন্য এই সুরক্ষিত স্থানে থাকার ব্যবস্থা করার জন্য ভারত সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনাকে সাধারণ পোশাক পরা নিরাপত্তা কর্মীরা সার্বক্ষণিক পাহারা দিচ্ছেন এবং তাকে সুরক্ষিত রাখার জন্য কোনো প্রকার খামতি রাখা হচ্ছে না।

বিশ্বস্ত সূত্রের দাবি, শেখ হাসিনার এখনকার অবস্থান নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ও সাংবাদিকরা ফোনের মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা করলেও, ভারত সরকার তার অবস্থান গোপন রাখছে এবং কোনো মন্তব্য করছে না।

- Advertisement -

Related Articles

Latest Articles