4.9 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

ডকুমেন্টারিতে শেখ হাসিনাকে দেখেই ‘ভুয়া ভুয়া’ স্লোগান

ডকুমেন্টারিতে শেখ হাসিনাকে দেখেই ‘ভুয়া ভুয়া’ স্লোগান - the Bengali Times
সংগৃহীত ছবি

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। ডকুমেন্টারির শুরুতে শেখ হাসিনার একটি ভিডিও প্রচার করা হয়। তখন শেখ হাসিনাকে দেখেই ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে উপস্থিত জনতা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

- Advertisement -

এতে জুলাই অভ্যুত্থানের ওপর দুটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার, জাতীয় নাগরিক কমিটির সদস্য সাইফুল্লাহ হায়দার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শাহরিয়ার হাসনাত অপু।

এরই মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন নতুন রাজনৈতিক দলের আগামীর নেতারা। সেখানে নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুমসহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles