-0.4 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

মদ্যপ অবস্থায় কনের বান্ধবীকে মালা পরালেন বর, অতঃপর…

মদ্যপ অবস্থায় কনের বান্ধবীকে মালা পরালেন বর, অতঃপর… - the Bengali Times

ভারতে বিয়েতে মদ্যপান নতুন কোনো বিষয় নয়। তবে স্বয়ং বর মদ্যপ অবস্থায় বিয়ে করতে এসেই ঘটিয়েছেন বিশাল এক কাণ্ড। মদ্যপ অবস্থায় কনেকে চিনতে না পেরে মালাবদলের সময় ভুল করে তার বান্ধবীর গলায় মালা পরান। এই ঘটনায় রেগেমেগে বিয়েই ভেঙে দেন কনে।

- Advertisement -

গত শনিবার ভারতের উত্তরপ্রদেশের বরেলীর কিলোদিয়াতে ঘটনাটি ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রবীন্দ্র কুমার নামে বছর ছাব্বিশেরে এক যুবকের সঙ্গে ২১ বছর বয়সি রাধা বর্মার বিয়ের আয়োজন করা হয়। সকাল থেকে সবকিছু ঠিক ছিল। বিয়েবাড়িতে বরকে স্বাগত জানাতে অপেক্ষা করছিল কনেপক্ষ।

নির্দিষ্ট সময় বরবেশে মেয়ের বাড়িতে পৌঁছান রবীন্দ্র। যদিও তিনি মত্ত অবস্থায় বিয়ের আসরে পৌঁছান বলেই অভিযোগ। এর পর মালা বদলের সময় বিরাট গোলমাল পাকান তিনি।
কনের গলায় মালা পরানোর বদলে পাশে দাঁড়ানো তার বান্ধবীর গলায় মালা দেন।

এই ঘটনায় বিয়েবাড়িতে শোরগোল শুরু হলে ভুল শোধরাতে তরুণীর পাশে দাঁড়ানো এক ব্যক্তির গলায় মালা পরান বর। এতেও না থেমে শেষকালে বয়স্ক এক ব্যক্তির গলায় মালা পরান রবীন্দ্র কুমার। এমন ঘটনায় রেগে আগুন কনে রাধা বর্মা। বিয়ের আসরেই বরের গলায় চড় কষান তিনি। বিয়ে ভেঙে দেন তিনি।

তরুণীর ভাই ওমকার বর্মা জানান, পণ দেওয়া হলেও তাতে খুশি ছিল না বরের পরিবার। রবীন্দ্র পেশায় ট্রাক ড্রাইভার, কিন্তু বলা হয়েছিল সে কৃষক। ১০ লাখ টাকা খরচ হয়েছে বিয়েতে। তার পর মদ্যপ অবস্থায় বিয়ে করতে আসেন রবীন্দ্র। কুলারিয়া থানায় অভিযোগ দায়ের হলে বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles