5.5 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

মুকেশ আম্বানির সারা জীবনের আয়ের চেয়েও এক বছরে বেশি আয় ইলন মাস্কের

মুকেশ আম্বানির সারা জীবনের আয়ের চেয়েও এক বছরে বেশি আয় ইলন মাস্কের - the Bengali Times

এক সময়ে তার কাছে একটি সস্তা গাড়ি কেনার টাকাও ছিল না। আজ তিনি বিশ্বের বৃহত্তম গাড়ি সংস্থার মালিক। মোট সম্পদ এবং চলতি বছরে আয়ের দিক থেকে এক নম্বরে রয়েছেন তিনি। হ্যাঁ! ইলন মাস্কের কথাই বলা হচ্ছে।
সোমবার, ইলন রিভ মাস্কের সম্পদ একদিনে ৩৬.২ বিলিয়ন ডলার (২.৭১ লক্ষ কোটি টাকা) বেড়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের ইতিহাসে এটি একদিনে সম্পদের সবচেয়ে বড় বৃদ্ধি। এর ফলে, ইলন মাস্ক এখন ২৯৬ দশমিক ২ বিলিয়ন ডলারের সম্পদের মালিক। তিনিই বিশ্বের ধনীতম ব্যক্তি।

- Advertisement -

অন্যদিকে ভারতের ধনী ব্যক্তিদের নামের তালিকার মধ্যে মুকেশ আম্বানির নাম প্রথম সারিতে থাকলেও ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ তার চেয়ে অনেকটাই বেশি। বর্তমান হিসাব অনুযায়ী মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ১০১ বিলিয়ন ডলার। বলতে গেলে সারা জীবনে তিনি যে পরিমাণ সম্পত্তি সঞ্চয় করেছেন, তা এক বছরের মধ্যেই অর্জন করেছেন ইলন মাস্ক।

চলতি বছর এখন পর্যন্ত ইলন মাস্কের সম্পদ বেড়েছে ১১৭ বিলিয়ন ডলার। যা মুকেশ অম্বানির মোট সম্পদের পরিমাণের চেয়েও অনেকটা বেশি।

বিলিয়নিয়ারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আমাজনের প্রাক্তন সিইও জেফ বেজোস। তার মোট সম্পত্তির পরিমাণ ২১০ দশমিক ৭ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে থাকা বার্নার্ড আরনল্ট ও তার পরিবারের মোট সম্পদের পরিমান ২০০ দশমিক ৬ বিলিয়ন ডলার।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ফোর্বস

- Advertisement -

Related Articles

Latest Articles