1.3 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

ভারতে দলিত কিশোরীকে ৫ বছর ধরে ধর্ষণ করে ৬০ জন

ভারতে দলিত কিশোরীকে ৫ বছর ধরে ধর্ষণ করে ৬০ জন - the Bengali Times
প্রতীকী ছবি

ভারতের কেরালা রাজ্যে দলিত সম্প্রদায়ের ১৮ বছরের এক তরুণী পাঁচ বছর ধরে যৌন নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে কিশোর থেকে শুরু করে ৪০ বছরের বেশি বয়সী পুরুষও রয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, অভিযোগ অনুসারে, প্রতিবেশী এক পুরুষ তাকে যৌন নির্যাতন করে তার ভিডিও ধারণ করেন এবং সেই ভিডিও ব্যবহার করে তরুণীকে অন্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। অন্তত ৬০ জন পুরুষ তাকে পৃথকভাবে একাধিকবার ধর্ষণ করেছেন।

- Advertisement -

জানা গেছে, ঘটনার সূত্রপাত পাঁচ বছর আগে। মেয়েটির বয়স ছিল তখন মাত্র ১৩ বছর। সে সময় ওই কিশোরীর এক প্রতিবেশী যুবক তাকে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করেন। কিশোরীর অভিযোগ, সেই ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং পরে গ্রামের অন্যান্য পুরুষ ও ছেলেরা তাকে নির্যাতন করেন।

মেয়েটির বয়স এখন ১৮ বছর। তিনি কেরালার একটি কলেজের শিক্ষার্থী। সম্প্রতি একজন ইন্সপেক্টর কলেজ পরিদর্শনে গেলে তার কাছেই বিষয়টি তুলে ধরেন মেয়েটি। ইন্সপেক্টরের কাছে মেয়েটি জানিয়েছেন, কিছু অভিযুক্ত একা তাকে নির্যাতন করেছে, আবার অনেকে সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করেছে। এমনকি, কয়েকজন তাকে গ্রামের বাইরে নিয়ে গিয়েও নির্যাতন করেছে।

এ ঘটনায় কেরালা পুলিশ এখন পর্যন্ত ৫৮ জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের মধ্যে মেয়েটির সহপাঠী, আত্মীয়, প্রতিবেশী ও অপরিচিত পুরুষও আছেন। পুলিশের মতে, নির্যাতনকারীদের মধ্যে অন্তত তিনজন মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। একজন হুমকি দিয়েছিলেন যে, তিনি যদি নির্যাতনের বিষয়ে কাউকে জানান, তবে তাকে হত্যা করা হবে।

কেরালা পুলিশের উপ-মহাপরিদর্শক অজিতা বেগম বলেন, অভিযুক্তদের বেশির ভাগই মেয়েটির সঙ্গে তার বাবার মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করতেন। পুলিশ আরও জানিয়েছে, আসামিদের মধ্যে অন্তত ১৬ জন জাতিগত দিক থেকে উচ্চবর্ণ বা গোত্রের। অভিযোগ প্রমাণিত হলে এই আসামিরা ভারতীয় আইন অনুসারে কঠোর শাস্তির সম্মুখীন হতে পারেন।

উপ-মহাপরিদর্শক অজিতা বেগম জানান, মেয়েটিকে একটি নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি মেয়েটির পরিবারকেও সহায়তা দেওয়া হচ্ছে। পুলিশ এ ঘটনা তদন্তে সর্বোচ্চ পরিমাণে লোকবল মাঠে নামিয়েছে। তবে মামলাটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ হওয়ার জন্য কয়েক বছর লাগতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles