14.5 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

রাতারাতি কোটিপতি অ্যাম্বুলেন্স চালক

রাতারাতি কোটিপতি অ্যাম্বুলেন্স চালক - the Bengali Times

রাতারাতি মানুষের ভাগ্যবদলের গল্প হয়তো অনেকেই বিশ্বাস করতে চান না। কিন্তু সত্যিই যে মানুষের ভাগ্য এক রাতেই বদলে যেতে পারে তার জলজ্যান্ত প্রমাণ অ্যাম্বুলেন্স চালক শেখ হীরা। সকালে লটারির টিকিট কিনে বিকেলেই কোটিপতি হয়ে গেছেন তিনি।

- Advertisement -

একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা হীরা সকালে ২৭০ রুপি দিয়ে লটারির টিকিট কেনেন। বিকেলেই সেই লটারির ড্র হয়। হীরার কেনা টিকিট জিতে নেয় এক কোটি রুপি।

আরও পড়ুন : মেয়ের পরিচয়ে মায়ের অভিনব প্রেম-প্রতারণা, অতঃপর..!

লটারি জেতার সঙ্গে সঙ্গে অবশ্য পরামর্শ নিতে পুলিশের স্টেশনে যান তিনি। টিকিট বেহাত হতে পারে বলেও আশঙ্কা ছিল তার। পুশিল অবশ্য তাকে বাড়ি পৌঁছে দিয়েছে। তার বাড়িতে পুলিশের একটি টহল দলও মোতায়েন করা হয়েছে।

হীরার মা বেশ অসুস্থ। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই হঠাৎ পাওয়া এই অর্থকে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করছেন হীরা। হীরার বিশ্বাস চিকিৎসার পর তা মা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

- Advertisement -

Related Articles

Latest Articles