-0.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

কায়াকিং করার সময় চালককে গিলে তখনই বের করে দিল তিমি

কায়াকিং করার সময় চালককে গিলে তখনই বের করে দিল তিমি - the Bengali Times

গত সপ্তাহে চিলির বাসিন্দা অ্যাড্রিয়ান সিমানকাস তার বাবা ডেলের সঙ্গে কায়াকিং করছিলেন। অর্থাৎ, কায়াক নৌকা চালাচ্ছিলেন। ম্যাগেলান প্রণালিতে নৌকা চালাতে গিয়েছিলেন তারা। হঠাৎ, অ্যাড্রিয়ানের কায়াকে হামলা চালায় একটি বিরাট হাম্পব্যাক তিমি।

- Advertisement -

হলুদ রঙের কায়াকশুদ্ধ অ্যাড্রিয়ানকে গিলে ফেলে তিমিটি। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তাদের আবার মুখের বাইরে বার করে দেয় তিমিটি।

গোটা ঘটনাটির ভিডিও করেছেন অ্যাড্রিয়ানের বাবা। কারণ, তার আগে থেকেই ছেলের কায়াকিংয়ের ভিডিও করছিলেন তিনি।

এদিকে একটি সংবাদমাধ্যমকে অ্যাড্রিয়ান বলেছেন, ‘আমার মনে হয়েছিল আমি মরেই গেছি। আমাকে তিমিটি গিলে ফেলেছে বলেই মনে হয়েছিল। কিভাবে বেঁচে গেলাম, এখনো বুঝতে পারছি না।’

ডেল কয়েক মিটার দূরেই ছিলেন।

ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে তিনি চেঁচাতে শুরু করেন। ছেলেকে শান্ত থাকার নির্দেশ দিতে থাকেন তিনি।

অ্যাড্রিয়ান জানিয়েছেন, তিমির মুখ থেকে বার হওয়ার পর সে সাগরে ভাসতে থাকে। তার মনে হতে থাকে এবার তিমিটি তার বাবাকে আক্রমণ করবে। কোনোভাবেই আর তারা পারে ফিরে যেতে পারবে না।

কিন্তু শেষ পর্যন্ত নির্বিঘ্নেই তারা সৈকতে ফিরে যেতে পারেন।

বিশেষজ্ঞেরা জানিয়েছেন, চিলির সমুদ্রে তিমি থাকলেও সাধারণত তারা মানুষের ওপর হামলা চালায় না। তবে পানি যখন খুব ঠান্ডা থাকে তখন কখনো কখনো এই ধরনের ঘটনা ঘটে।

- Advertisement -

Related Articles

Latest Articles