12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

প্রবাসীর স্ত্রী-মেয়েকে নিয়ে উধাও আরেক প্রবাসী

প্রবাসীর স্ত্রী-মেয়েকে নিয়ে উধাও আরেক প্রবাসী - the Bengali Times
ছবি সংগৃহীত

বরিশালের মুলাদীতে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও মেয়ে নিয়ে এলাকা ছেড়েছেন সৌদি আরব প্রবাসী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সৌদি আরব প্রবাসীর বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ করেছেন।

- Advertisement -

মালয়েশিয়া প্রবাসীর ভাই জানান, তাঁর ভাই প্রায় ১০ বছর বিদেশে রয়েছেন। বিদেশ থাকায় ভাইয়ের স্ত্রী ও সন্তান বেশির ভাগ সময় তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন এবং সেখানেই স্ত্রীর নামে জায়গাজমি কিনেছেন। ১০ বছরের সব সঞ্চয় স্ত্রীর কাছে রয়েছে। কয়েকদিন আগে ভাইয়ের স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন বলে জানিয়েছিলেন।

ওই নারীর বাবা বলেন, ‘গত শুক্রবার বিকেল থেকে মেয়ে ও নাতনিকে পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোন বন্ধ পেয়ে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের সন্ধান না পাওয়ায় সবাই চিন্তিত হয়ে পড়ে। আজ মেয়ে মোবাইল ফোনে জানায়, সে জামাতাকে ত্যাগ করে সৌদি আরব প্রবাসীর সঙ্গে ঢাকায় অবস্থান করছে। বিষয়টি জানার পরই জামাতার পরিবারকে জানিয়ে মুলাদী থানায় অভিযোগ জানাই।’

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, এক প্রবাসীর স্ত্রী-মেয়ে নিয়ে আরেক প্রবাসীর এলাকা ছাড়ার ঘটনায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles