8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

তরুণী ছদ্মবেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার অন্ধকার জগত!

তরুণী ছদ্মবেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার অন্ধকার জগত! - the Bengali Times
ছবিঃ সংগৃহীত

ফেসবুকে নারীর ছদ্মবেশ ধরে ব্ল্যাকমেইল, মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং প্রতারণার অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন ছাত্রলীগ নেতা জোবাইরুল হক জিয়ান (২৮)। শুক্রবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে তাকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ান দীর্ঘদিন ধরে ফেসবুকে নারীদের ছবি ব্যবহার করে ভুয়া পরিচয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষকে প্রতারণা করতেন। মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়, জামিন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা এবং গ্রেফতার-বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

- Advertisement -

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম জানান, “ফেসবুকে ভুয়া আইডি খুলে নারীদের ছবি দিয়ে প্রতারণা করতেন জিয়ান। একাধিকবার কারাগারে গেলেও ফের একই কাজে জড়িয়ে পড়েন তিনি। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে তাকে আটক করা হয়।”

স্থানীয়দের দাবি, জিয়ান অতীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেন। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর জিয়ান স্বীকার করেছিলেন যে, তিনি বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles