
সরকারি আমলাতন্ত্রের মধ্যে বার্ষিক উন্নতির তুলনামূলক র্যাংকিংয়ে এ বছর দ্বিতীয় অবস্থানে রয়েছে অন্টারিও। দ্য কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেস (সিএফআইবি) এই র্যাংকিং করেছে।
বার্ষিক রেড টেপ রিপোর্ট কার্ডের অংশ হিসেবে ফেডারেশন অন্টারিওকে ‘এ’ মাইনাস অর্থাৎ ১০ এর মধ্যে ৮ দশমিক ৯ স্কোর দিয়েছে।, যা গত বছরের র্যাংকিংয়ের চেয়ে দশমিক ২ পয়েন্ট বেশি। একই স্কোর নিয়ে অন্টারিওর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় হয়েছে নোভা স্কশিয়া। র্যাংকিংয়ে প্রথম স্থানে রয়েছে আলবার্টা।
সিএফআইবির জুলি কুয়েসিনস্কি বলেন, পরবর্তী চার বছর অন্টারিওর প্রতিযোগিতা সক্ষমতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হুমকি প্রাদেশিক নিয়ম-কানুন কমিয়ে আনাকে অধিক গুরুত্বপূর্ণ করে তুলেছে, যা ছোট ব্যবসার সাফল্যের পক্ষে দাঁড়াতে পারে। একই সময়ে কী তারা নিয়ন্ত্রিত করতে পারে সে ব্যাপারে কাউন্সিল অব দ্য ফেডারেশনের চেয়ার হিসেবে প্রিমিয়ার ডগ ফোর্ডকে কানাডার সব সরকারের সঙ্গে কাজ উচিত। এর মধ্যে আন্তঃপ্রদেশ লাল ফিতা বিশেষ করে অভ্যন্তরীণ বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো দূর করা উচিত।
গবেষণায় চারটি মেট্রিকসের মধ্যে দুটিতে অন্টারিও সঠিক স্কোর করেছে। এগুলো হলো রাজনৈতিক অগ্রাধিকার এবং আবাসন উদ্যোগ। তবে নিয়ন্ত্রণমূলক বোঝা এবং নিয়ন্ত্রণমূলক জবাবদিহিতার মেট্রিকসে পিছিয়ে রয়েছে। এই দুটি মেট্রিকসে অন্টারিওর স্কোর যথাক্রমে ৭ দশমিক ৯ এবং ৮ দশমিক ৯।
ম্যানিটোবা এবং নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর উভয়েই রয়েছে র্যাংকিংয়ে নিচের দিকে। তবে সরকারের মধ্যে পরিবর্তনের কারণে নিউ ব্রান্সউইকের স্কোর অসম্পূর্ণ রয়েছে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.