2.2 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী - the Bengali Times
প্রতীকী ছবি

পাঁচ লাখ টাকা দেনমোহরে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী নিজেই। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে এ বিস্ময়কর ঘটনা ঘটেছে ।

স্বামী খোরশেদ আলী (৩০) নিজেই তার স্ত্রীকে (২৭) পরকীয়া প্রেমিক আনোয়ার হোসেনের (২৭) সঙ্গে বিয়ে দিয়েছেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

- Advertisement -

জানা গেছে, মিলনপুর গ্রামের বাসিন্দা নুর ইসলামের ছেলে খোরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন- তার স্ত্রী গোপনে একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে সরাসরি কোনো প্রমাণ পাননি তিনি।

অবশেষে সোমবার সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। এ সময় এলাকাবাসী জড়ো হলে পরিস্থিতি সামাল দিতে খোরশেদ নিজেই স্ত্রীকে ৫ লাখ টাকা কাবিনে আনোয়ারের সঙ্গে বিয়ে দিয়ে দেন।

এ বিষয়ে মিলনপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, ওই নারী ও আনোয়ারের সম্পর্কের কথা গ্রামবাসীর অনেকেরই জানা ছিল। তবে প্রমাণের অভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু সোমবার সন্ধ্যায় খোরশেদ নিজেই তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি নিজ সিদ্ধান্তেই আনোয়ারের সঙ্গে তার স্ত্রীকে বিয়ে দিয়ে দেন। এরপর নবদম্পতিকে এক নিকটাত্মীয় তাদের বাড়িতে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা মানিক হোসেন বলেন, ওই নারী ও আনোয়ারের সম্পর্ক নিয়ে এলাকায় বহুবার সালিশ বসেছে; কিন্তু প্রত্যক্ষ প্রমাণের অভাবে কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার খোরশেদ নিজেই তাদের ধরে ফেলেন এবং সবার সামনেই তাদের বিয়ে দেন।

স্কুলশিক্ষক আব্দুল হামিদ বলেন, খোরশেদ দম্পতির আট বছরের একটি সন্তান রয়েছে। এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুটি।

- Advertisement -

Related Articles

Latest Articles