-0.1 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

শেখ হাসিনা-রেহানাকে ছেড়ে দেওয়া ভুল হয়েছিল কিনা জানালেন রাশেদ চৌধুরী

শেখ হাসিনা-রেহানাকে ছেড়ে দেওয়া ভুল হয়েছিল কিনা জানালেন রাশেদ চৌধুরী - the Bengali Times
ছবি সংগৃহীত

১৫ই আগস্ট, ১৯৭১। সেদিন সকাল থেকে রেডিওতে ঘোষণা হচ্ছিল শেখ মুজিব ইজ ডেড। কেন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সেনাবাহিনীর ক্যু কেনই বা সপরিবারে হত্যা করা হলো? সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে প্রথমবার মুখ খুললেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী বীরপ্রতীক।

পরবর্তী প্রেক্ষাপটে শেখ হাসিনা ও শেখ রেহানাও সেদিন নাই হয়ে যাওয়া উচিত ছিল এমন মনে হয়েছিল কি না?ইলিয়াস হোসেনের এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি রশীদ চৌধুরী। তিনি বলেন, মুজিবের চুয়াল্লিশ মাসের শাসনে দেশের যে অবস্থা হয়েছিল তার কারণেই তার মৃত্যু অনিবার্য ছিল। মুজিবকে জীবিত রেখে কোনো পরিবর্তন আনা সম্ভব ছিল না।

- Advertisement -

শেখ মুজিব একাত্তরের আগে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং দেশের গণতন্ত্রের জন্য কাজ করেছিলেন। কিন্তু পরবর্তীতে ক্ষমতায় এসে তার শাসন ভঙ্গি পরিবর্তিত হয়। তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন, যা ছিল খুবই আশ্চর্যজনক।

- Advertisement -

Related Articles

Latest Articles