-2.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

যে কথা সবাইকে জানাতে চান তনি

যে কথা সবাইকে জানাতে চান তনি - the Bengali Times
সংগৃহীত ছবি

আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। গত বুধবার (১৫ জানুয়ারি) ব্যাংককে চিকিৎসাধীন মারা যান তিনি।

স্বামীর মৃত্যুর পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বেশ কিছু আবেগঘন পোস্ট দিয়েছেন তনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

- Advertisement -

স্ট্যাটাসটিতে তনি লিখেছেন, ‘জানি আর এভাবে ছবি তোলা হবে না, কাজ শেষে যত রাতেই বাসায় ফিরি হয়ত হাসি মুখে দাঁড়িয়ে থাকবে না কেউ—কিন্তু তোমার কাছ থেকে যে মায়া, ভালোবাসা, সম্মান এই অল্প কয়েক বছরে পেয়েছি যেসব ভাবতে ভাবতেই বাকি জীবন চলে যাবে ইনশাআল্লাহ।’

তিনি আরো লেখেন, ‘দুনিয়ার মানুষকে আমি একটা কথা আবারও, বারবার জানাতে চাই—আমার দেখা সেরা মানুষ তুমি, বেস্ট হাজব্যান্ড, বেস্ট ফাদার। ওয়াইফ হিসেবে কোনো কমপ্লেনও আমার নেই। আমি অনেক গর্বিত তোমার মতো একজন মানুষ আমার হাজব্যান্ড।

আমার সন্তানের বাবা একজন সেরা মানুষ, এইটা ভাবতেই শান্তি লাগে।’

স্বামী শাহাদাৎ হোসাইনের পরিচয় আমরা প্রাউডলি ক্যারি করব ইনশাল্লাহ উল্লেখ করে তিনি লেখেন, ‘আল্লাহ তায়ালা নিশ্চয়ই ওপারে তোমাকে অনেক ভালো রাখবেন, ইনশাল্লাহ।’

- Advertisement -

Related Articles

Latest Articles