0.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

তিন বছর আগেই বিয়ের খবর প্রকাশ্যে আনি : তমালিকা

তিন বছর আগেই বিয়ের খবর প্রকাশ্যে আনি : তমালিকা - the Bengali Times
ছবি সংগৃহীত

একসময়ের অভিনেত্রী ও মডেল তমালিকা কর্মকার। থিয়েটার, নাটকে তার অভিনয়ের জন্য পেয়েছিলেন দর্শক খ্যাতি। কিন্তু শোবিজের এই চাকচিক্য ছেড়ে যুক্তরাষ্ট্রে থিতু হন অভিনেত্রী; পাঁচ বছর ধরে সে দেশের নিউ জার্সিতে বসবাস করছেন।

তমালিকা যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তখনই গুঞ্জন ওঠে- বিয়ে করে সংসারী হয়েছেন এই অভিনেত্রী। সত্যিকার অর্থে তমালিকা সেখানে বিয়ের পিড়িতে বসলেও বিষয়টি শুরুর দিকে ছিল গোপন। শুধু তমালিকার পরিবার পরিজন ছাড়া আর কেউ তেমন জানতেন না অভিনেত্রীর বিবাহের বিষয়টি।

- Advertisement -

সামাজিক মাধ্যমে এমনিতে বেশ সরব তমালিকা কর্মকার। বছর তিনেক আগে এক ফেসবুক পোস্টে স্বামী প্রভিনের সঙ্গে ছবি প্রকাশ করে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন নিজেদেরকে। প্রতিবছরই রীতিমতো নিজেদের এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান তমালিকা। এবারও তাই করেছিলেন অভিনেত্রী; গত সোমবার স্বামী প্রভিনের সঙ্গে একটি ছবি ভাগ করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান।

কিন্তু তমালিকার অনুরাগীদের অনেকেই তার বিয়ের সময়, অবস্থান নিয়ে কিছুই জানতেন না। এর ফলে একরকম বিভ্রান্তিতে পড়ে যান অনেকে। তাদের একাংশ মনে করেন নতুন করে বিয়ের পিড়িতে বসেছেন তিনি, নয়তো বিয়ের খবর এবারই প্রথম প্রকাশ করলেন!

অনুরাগীদের সেই জল্পনায় এবার রীতিমতো জল ঢাললেন তিনি। তিন বছর আগে পোস্ট করা বিবাহবার্ষিকীর পোস্ট ও ছবি শেয়ার করে তমালিকা জানালেন, আমি আমার বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলাম ৩ বছর আগে। আর প্রতিবছরই তাকে শুভেচ্ছা জানাই। এটিই প্রথম নয়।

তবে কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তা প্রসঙ্গে কিছু বলেননি তমালিকা।

উল্লেখ্য, তমালিকা মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার পর প্রভিনের সঙ্গে সম্পর্ক শুরু হয় অভিনেত্রীর। দেশে থাকতে তমালিকা নাট্যজগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯২ সালে মামুনুর রশীদ রচিত এবং আরণ্যক নাট্যদল প্রযোজিত ‘পাথর’ নাটকের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। এছাড়াও ‘ইবলিশ’, ‘জয়জয়ন্তী’, ‘খেলা খেলা’, ‘ওরা কোডম আলী’ সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেছেন তমালিকা।

- Advertisement -

Related Articles

Latest Articles