-0.4 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

অশ্লীল ছবি-ভিডিও দিয়ে নেপালি মেয়েকে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

অশ্লীল ছবি-ভিডিও দিয়ে নেপালি মেয়েকে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার - the Bengali Times
ছবি সংগৃহীত

ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে নেপালের কাঠমান্ডুর একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে বাংলাদেশি যুবক মোহাম্মদ জাবেদ ওমরের (২০) পরিচয় হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে মাঝে মাঝে যোগাযোগ হতো। একপর্যায়ে ওমর অসৎ উদ্দেশে কৌশলে মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে তার কাছে টাকা দাবি করতে থাকেন।

এ ঘটনায় ইন্টারপোল কাঠমান্ডুর মাধ্যমে বাংলাদেশ সিআইডি অভিযুক্ত যুবককে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গ্রেফতার আসামি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বাসিন্দা।

- Advertisement -

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জাবেদ ওমর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং জব্দ করা মোবাইল ফোনে ভুক্তভোগী মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, কাঠমান্ডু ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে বাংলাদেশ সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানতে পারে, বাংলাদেশের একজন নাগরিক নেপালের রাজধানী কাঠমান্ডুর অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে মেসেঞ্জারের মাধ্যমে ওই মেয়ের ফেসবুক বন্ধু ও আত্মীয়-স্বজনের কাছে সেগুলো পাঠিয়ে ব্ল্যাকমেইল করছেন। এর ফলে ভুক্তভোগী মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত এবং আত্মহত্যার চেষ্টা করেছেন।

বিষয়টি নিয়ে সিআইডির সাইবার মনিটরিং টিম কাজ শুরু করে এবং আসামি মোহাম্মদ জাবেদ ওমরকে শনাক্তের পর গ্রেফতার করে।

বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান আরও বলেন, কৌশলে মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা দাবি করতে থাকে জাবেদ ওমর। কিন্তু চাহিদা মতো টাকা না পেয়ে মেসেঞ্জারের মাধ্যমে সেসব স্পর্শকাতর ছবি ও ভিডিও মেয়েটির আত্মীয়-স্বজনদের কাছে পাঠিয়ে দেয়।

 

 

- Advertisement -

Related Articles

Latest Articles