0.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

কিশোরীর হাত ধরায় বৃদ্ধ গ্রেপ্তার

কিশোরীর হাত ধরায় বৃদ্ধ গ্রেপ্তার - the Bengali Times
বাদুইল জামাল

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় ১২ বছরের কিশোরীকে প্রলোভন দেখিয়ে হাত ধরার অভিযোগে ৭২ বয়সী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৬ জানুয়ারি ইস্ট এলমহার্স্টের ৮১তম স্ট্রিটে এ ঘটনা ঘটে। চারদিন পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

- Advertisement -

জানা যায়, ওই দিন বিকেল সাড়ে ৩টায় এক দাড়িওয়ালা বৃদ্ধ ব্যক্তি ৮১তম স্ট্রিট এবং ৩১তম অ্যাভিনিউয়ের কাছে হাঁটতে থাকা একটি কিশোরীর কাছে যান। তিনি মেয়েটির হাত ধরে ফেলেন, কিন্তু মেয়েটি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়।

পুলিশ জানায়, একবার হাত ধরার পর তিনি মেয়েকে অনুসরণ করে দ্বিতীয়বার হাত ধরেন। পরে তিনি ৮১তম স্ট্রিটের উত্তর দিকে চলে যান। তবে ঘটনায় মেয়েটি কোনো আঘাত পায়নি। এ ঘটনার চার দিন পর ১০ জানুয়ারি বিকেলে পুলিশ ৭২ বছর বয়সী বাদুইল জামালকে গ্রেপ্তার করে।

নিউ ইয়র্ক পুলিশ জানায়, অভিযুক্তকে ১১৫তম প্রিসিঙ্কটে নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হয়রানি, দ্বিতীয়-ডিগ্রি অনুসরণ এবং প্রলোভন দেখানোর অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার হওয়া বাদুইল জামাল কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles