6.1 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

স্বামী ও সন্তান ফেলে ভিক্ষুকের সঙ্গে পালাল রাজুর স্ত্রী

স্বামী ও সন্তান ফেলে ভিক্ষুকের সঙ্গে পালাল রাজুর স্ত্রী - the Bengali Times
প্রতীকী ছবি

স্বামীকে ও ৬ সন্তানকে ফেলে ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন এক স্ত্রী। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। পুলিশও অভিযুক্ত ভিক্ষুকের খোঁজ শুরু করেছে।

ভারতের উত্তর প্রদেশে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ জানুয়ারি) জানিয়েছে দেশটির গণমাধ্যম।

- Advertisement -

জানা যায়, উত্তরপ্রদেশের হারদোই জেলার ৩৬ বছর বয়সী এক নারী তার স্বামী এবং ছয় সন্তানকে ফেলে একজন ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন। এই ঘটনায় স্বামী রাজু ভারতীয় ন্যায় সংহিতার ৮৭ ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ৪৫ বছর বয়সী রাজু বলেছেন, তিনি তার স্ত্রী রাজেশ্বরী এবং তাদের ছয় সন্তানের সাথে হারদোইয়ের হরপালপুর এলাকায় থাকেন। মাঝে মাঝে তাদের পাড়ায় ভিক্ষা করতে আসতেন পঁয়তাল্লিশ বছরের নানহে পণ্ডিত। নানহে নামের ওই ভিক্ষুক প্রায়ই রাজেশ্বরীর সঙ্গে চ্যাট করতেন এবং তারা ফোনে কথাও বলতেন।

তিনি বলেন, গত ৩ জানুয়ারি দুপুর ২টার দিকে আমার স্ত্রী রাজেশ্বরী আমাদের মেয়ে খুশবুকে বলেছিল- সে জামা-কাপড় ও সবজি কিনতে বাজারে যাচ্ছে। পরে সে না ফেরায় আমি তাকে সব জায়গায় খুঁজলাম কিন্তু তাকে পেলাম না। আমি একটি মহিষ বিক্রি করে যে টাকা পেয়েছিলাম তা নিয়ে আমার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে। আমার সন্দেহ, নানহে পণ্ডিত তাকে নিয়ে গেছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles