8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

জবি ছাত্রীর এই ছবি ভাসছে ফেসবুকে, দাবির বিষয়ে যা জানা গেল

জবি ছাত্রীর এই ছবি ভাসছে ফেসবুকে, দাবির বিষয়ে যা জানা গেল - the Bengali Times

সংগৃহীত ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর মুখে স্কপটেপ ও হাত বাঁধা অবস্থার একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, এই নারী নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন নেত্রী। এই দাবিকে মিথ্যা প্রচারণা বলে শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

প্রতিবেদনে বলা হয়, আলোচিত ছবিটি বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেত্রীর নয় বরং এটি গত বছরের মার্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের একজন সাধারণ শিক্ষার্থীর মৌন প্রতিবাদের অভিনয়ের দৃশ্য।

- Advertisement -

মূলত গত বছরের ১৭ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নাটক, মৌন নাটক এবং মশাল মিছিল করেন।

ওই কর্মসূচিতে মৌন নাটকের প্রস্তুতির সময় এক নারী শিক্ষার্থী মুখে স্কপটেপ ও হাত পিছমোড়া করে বাঁধেন। সেই ছবিকে সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ নেত্রীর ছবি দাবিতে প্রচার করা হয়েছে।

সংস্থাটি জানায়, আগেও একই দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং ‘এ দৃশ্য বাংলাদেশ ছাত্রলীগ কখনো ভুলবে না, সময়মতো জবাব হবে ইনশা আল্লাহ’ বলে যে ছবি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।

- Advertisement -

Related Articles

Latest Articles