-2.7 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

‘আম্মুর অবস্থা খুবই ক্রিটিকাল’, কান্নারত অবস্থায় বললেন অঞ্জনার ছেলে

‘আম্মুর অবস্থা খুবই ক্রিটিকাল’, কান্নারত অবস্থায় বললেন অঞ্জনার ছেলে - the Bengali Times
ছেলে নিশাতের সঙ্গে অঞ্জনা

শারীরিক অবস্থার অবনতি হয়েছে বাংলা সিনেমার একসময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা অঞ্জনা রহমানের। বর্তমানে লাইফ সাপোর্টে আছেন এ অভিনেত্রী। বেশ কিছুদিন যাবৎ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখান থেকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে অভিনেত্রীর ছেলে নিশাত মনি।

- Advertisement -

বৃহস্পতিবার (২ জানুয়ারি) অঞ্জনার সর্বশেষ অবস্থা জানতে চাইলে কান্নারত অবস্থায় নিশাত মনি গণমাধ্যমকে বলেন, ‘আম্মুর অবস্থা খুবই ক্রিটিকাল। চিকিৎসকরাও জানিয়েছেন কিছু করার নেই।

এই মুহুর্তে তাই স্রষ্টার কৃপা ছাড়া আমাদের কিছুই করার নাই।’

এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই কয়দিন তিনি সেখানকার সিসিইউতে ছিলেন। আশানুরূপ উন্নতি না হওয়ায় হাসপাতাল বদল করেছে তার পরিবার।

জানা গেছে, প্রায় ১৫ দিন ধরে অসুস্থ অঞ্জনা। জ্বর এমন পর্যায়ে পৌঁছায় যে, ওষুধেও কাজ হচ্ছিল না। পরীক্ষার পর জানা যায় তার রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন।

‘দস্যু বনহুর’ দিয়ে তাঁর শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই নায়িকা দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে সরে ছিলেন। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত দেখা যেত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে।

ব্যক্তিগত জীবনে অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে। দুজনেই মায়ের সঙ্গে আছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles