21.5 C
Toronto
মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২

মুরাদের ৩৮৭ অশ্লীল বক্তব্যের লিঙ্ক

- Advertisement -
পদ হারানো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান

অশ্লীল-কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনা ও সমালোচনার পাত্র হয়েছেন পদ হারানো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, যা সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ব্যাপক ভাইরাল হয়েছে। তার এসব অশ্লীল কথোপকথন ও আপত্তিকর বক্তব্যের ৩৮৭টি লিঙ্ক অনলাইন প্ল্যাটফর্মসহ সামাজিক যোগাযোগমাধ্যমে চিহ্নিত করেছে বিটিআরসি।

এর মধ্যে ইউটিউবে ১১৫টি ও ফেসবুকে ২৭২টি লিঙ্ক চিহ্নিত করা হয়েছে। এসব লিংক অপসারণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছে সংস্থাটি।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এসব তথ্য তুলে ধরেন বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। এই আইনজীবীর তথ্যমতে, চিহ্নিত হওয়া লিঙ্কগুলোর মধ্যে ফেসবুক ১৫টি ও ইউটিউব দুটি লিঙ্ক অপসারণ করেছে।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা মুরাদ হাসানের অশ্লীল-কুরুচিপূর্ণ ফোনালাপ ও ভিডিও সরানোর নির্দেশনা চান সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক।

শুনানি নিয়ে হাইকোর্টের একই বেঞ্চ গতকাল মুরাদ হাসানের অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে ব্যবস্থা নিতে বলেন। এ জন্য পদক্ষেপ নিতে বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে রাষ্ট্রপক্ষকে কথা বলতে বলে আজ বুধবার এ বিষয়ে অগ্রগতি জানাতে বলেন আদালত।

আদালতে বিটিআরসির পক্ষে আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব ওই তথ্য তুলে ধরেন। অন্যদিকে ছিলেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে খন্দকার রেজা-ই রাকিব সাংবাদিকদের বলেন, আদালতের আদেশের বিষয়টি নজরে আসার পর একটি কমিটি গঠন করে কাজ শুরু করা হয়েছে। কমিটি ফেসবুক ও ইউটিউবকে এ বিষয়ে নোটিশ করে। চিহ্নিত ৩৮৭টি লিঙ্কের মধ্যে ফেসবুক ১৫টি ও ইউটিউব ২টি লিঙ্ক অপসারণ করেছে। আশা করা হচ্ছে, বাকি লিঙ্কগুলো অপসারণ করা হবে। এর বাইরে ফেসবুকের নিজস্ব টেকনিক্যাল টিম আরও দুই শতাধিক লিঙ্ক চিহ্নিত করেছে বলে জানিয়েছেন এই আইনজীবী।

এদিকে প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রলীগ কর্মীর অভিযোগের পর তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারী ব্যক্তি হলেন জুলিয়াস সিজার তালুকদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সাধারণ সম্পাদক।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles