19.3 C
Toronto
সোমবার, জুন ২৭, ২০২২

প্রথম আলাপে অভিষেকের একটি কথাও বুঝতে পারেননি ঐশ্বর্য

- Advertisement -
প্রথম আলাপে অভিষেকের একটি কথাও বুঝতে পারেননি ঐশ্বর্য - The Bengali Times
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন।

বলিপাড়ার অন্যতম ‘স্ট্রং কাপল’ অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। বিয়ের ১৪ বছর পরেও এই তারকা জুটির রসায়নে মুগ্ধ তামাম দর্শককুল। তা কেমন ছিল ঐশ্বর্য রাই-এর সঙ্গে তাঁর প্রথম আলাপ? সম্প্রতি, এ ব্যাপারে নিজেই মুখ খুললেন ‘জুনিয়র বচ্চন’। কোনও রাখঢাক না রেখে মজা করেই জানালেন তাঁদের প্রথম আলাপে তাঁর কোনও কথাই নাকি বুঝতে পারছিলেন না ঐশ্বর্য!

তখনও বলিপাড়ায় পা রাখেননি অভিষেক। অমিতাভ বচ্চনের প্রযোজনায় তৈরি ‘মৃত্যুদাতা’ ছবির প্রোডাকশন টিমের সদস্য হিসেবে সুইজারল্যান্ডে শ্যুটিংয়ের লোকেশন খুঁজতে গেছেন। সেখানে তখন ববি দেওলের সঙ্গে ‘অউর প্যায়ার হো গয়া’ ছবির শ্যুটিং করছেন ঐশ্বর্য। এদিকে ছোটবেলার বন্ধু অভিষেককে দেখে ডিনারের আমন্ত্রণ জানান ববি। সাড়া দিয়ে যথারীতি নির্দিষ্ট স্থানে হাজির হয়েছিলেন অভিষেক। সেখানেই প্রথম তিনি ঐশ্বর্যর সঙ্গে কথা বলেন। তবে সেই আলাপ মোটেই সুখকর হয়নি।

সম্প্রতি, ‘দ্য রণবীর সিং পডকাস্ট’ শো-য়ে হাজির হয়ে অভিষেক জানালেন এ কথা। বলি-তারকার কথায়, ‘ছোট থেকেই বিদেশের বোর্ডিং স্কুলে মানুষ হয়েছি। তারপর মার্কিন মুলুকের বোস্টন ইউনিভার্সিটি। আমার উচ্চারণ যে অন্যরকম ছিল তা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই হয়তো আমার বলা কথার এক বর্ণও বুঝতে পারেনি ঐশ্বর্য। আজও সেদিনের কথা উঠলে হাসাহাসি করে আমার স্ত্রী’।

অভিষেকের কথাতেই আরও জানা যায় তাঁর ৯ বছর বয়স থেকে ইউরোপে বড় হয়েছেন। পড়াশোনা করেছেন ইংরেজি ভাষায়। তাঁর ভবিষ্যতের কথা ভেবেই যে ইচ্ছাকৃতভাবেই তাঁকে হিন্দি সিনেমার জগৎ থেকে সরিয়ে রেখেছিলেন তাঁর পরিবার সেকথাও জানিয়েছেন তিনি। ‘সুতরাং সেই সময়ে আমার উচ্চারণ, কথা বলা যে সম্পূর্ণ অন্যরকম ছিল তা বলাই বাহুল্য’।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles