2.7 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

‘৮৪০’ সিনেমা দেখে যা বললেন শামা ওবায়েদ

‘৮৪০’ সিনেমা দেখে যা বললেন শামা ওবায়েদ - the Bengali Times
শামা ওবায়েদ

সারা দেশে আজ শুক্রবার মুক্তি পেয়েছে গুণী নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চলচ্চিত্র ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। সিনেমাটির মুক্তি সামনে রেখে গত বুধবার রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত বিশেষ শোতে উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ।

সিনেমাটি দেখার পর তিনি বলেন, ‘নির্মাতা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী একজন গুণী নির্মাতা। স্বৈরাচারী শেখ হাসিনার ১৭ বছরের ফ্যাসিবাদী গণতন্ত্র হরণের যে চরিত্র, সে চরিত্র ও সময়কে তিনি তুলে ধরেছেন ৮৪০-এ। আমি তাকে সাধুবাদ জানাই এবং এই সিনেমা সবার দেখা উচিত। বহুদিন পর সিনেমা দেখতে এসেছি। এজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও টিমকে ধন্যবাদ।’

- Advertisement -

শামা ওবায়েদ আরও বলেন, ‘আমরা জাতীয়তাবাদী দল ১৭ বছর ধরে যুদ্ধ করেছি, অনেক নেতাকর্মী অন্যায়ভাবে আহত-নিহত-গুম হয়েছে। আমাদের ছাত্রদের, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের হারিয়েছি এ জুলাই-আগস্টের বিপ্লবে। এ আন্দোলন বহুবছর ধরে চলছে। সিনেমাটি দেখতে দেখতে তাদের কথাই মনে হচ্ছিল যাদের আমরা হারিয়েছি, যারা অন্যায়ভাবে স্বৈরাচারী হাসিনার অত্যাচারের শিকার হয়েছেন, কথা বলতে পারেননি, বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করা হয়েছে- দুদককে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। আমাদের জীবনের সঙ্গে যা যা ঘটেছে , ছবিটা দেখে সেগুলোই মনে পড়ছিল।’

তিনি বলেন, ‘সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন ব্যাপক। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মতো করে একইভাবে সাংস্কৃতিক জগতের মানুষেরা সংস্কৃতি দিয়ে পৃথিবীকে বাংলাদেশের কথা জানিয়েছিল। আজকে আবারও সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন যেন ভবিষ্যতে আবার স্বৈরাচারী শাসকেরা আর কখনো এসে বসতে না পারে। সংস্কৃতির মাধ্যমে সমাজের, রাজনীতির চিত্র তুলে ধরতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্ম ও রাজনীতিবিদরা দুর্নীতি থেকে দূরে থেকে নতুন বাংলাদেশ গড়তে পারে।’

- Advertisement -

Related Articles

Latest Articles