-2.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

ফেস কাটিংয়ে বিশ্বের ১ নম্বর রাশমিকা মান্দানা, আমির হামজার বক্তব্য ভাইরাল

ফেস কাটিংয়ে বিশ্বের ১ নম্বর রাশমিকা মান্দানা, আমির হামজার বক্তব্য ভাইরাল - the Bengali Times
ছবি সংগৃহীত

ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা, সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন। ভারতের আঞ্চলিক এই অভিনেত্রী এখন বিশ্বজুড়ে সমাদৃত। রাশমিকার সৌন্দর্যের তুলনা করছেন অনেকেই। তবে এবার এদেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে এলো। সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ঠ ধর্মীয় বক্তা আমির হামজা রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দিলেন। যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের।

একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায়, আমির হামজা বলছেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ১৫৭ টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহকে তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া (আ:)।

- Advertisement -

সিনেমা জগতে ‘চালো’ সিনেমার মাধ্যমে রাশমিকার অভিষেক হয় তেলুগু সিনেমায়। এরপর ‘পুষ্পা: দ্য রাইজ’ছবির অসাধারণ সফলতার পর এই দক্ষিণী নায়িকার জনপ্রিয়তা আকাশছোঁয়া বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যে দর্শকহৃদয়ে জায়গা করে নেয়া রাশমিকা তেলেগু ইন্ডাস্ট্রি জয় করে বলিউড ইন্ডাস্ট্রিও এখন দাঁপিয়ে বেড়াচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে এক একটি সিনেমার জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন রাশমিকা।

- Advertisement -

Related Articles

Latest Articles