0.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

সৌদি নাগরিককে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

সৌদি নাগরিককে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি - the Bengali Times
ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স ৩ মাস পর খোলা হয়েছে। এতে রেকর্ড ২৯ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গেছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টার দিকে ১০টি দানবাক্স ও একটি ট্যাংক থেকে রেকর্ড ২৯ বস্তা টাকা পাওয়া যায়। গণনার সময় সিন্দুকে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে চিঠি।

নাম-পরিচয়হীন ওই চিঠিতে লেখা রয়েছে—

- Advertisement -

‘আসসালামু আলাইকুম,
প্রিয় পাগলা মসজিদ,

আমি একজন সৌদিয়ানকে ভালোবাসি। হে মহান আল্লাহ তুমি তাদের আমার করে দাও। আমি যেন তাকে বিবাহ করিতে পারি। (সুম্মা আমিন)। হে আমার রব, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। হে রব, তুমি আমাকে নবীর দেশে-পবিত্র মাটিতে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছ, আমি যেন আবার সেই সৌভাগ্য নিয়ে তোমার পবিত্র মাটিতে মৃত্যুবরণ করিতে পারি। (আমিন)। আমি যেন পড়ালেখাই ভালো হতে পারি, আমার পরিবারে যেন শান্তি বয়ে আসে। (আমিন) আমি যেন হালাল রুজি রোজগার করিতে পারি (আমিন)। হে রব – হে মহান আল্লাহ তোমার কাছে দুই হাত তুলিয়া চাহিতেছি তুমি আমাকে মক্কাবাসীর ভালো এক উত্তম, দ্বীনি সুদর্শন লোকের সহিত বিবাহ করিয়ে দাও (আমিন।) যে, আমার চিঠিখানা পড়িয়াছেন আমাদের জন্য দোয়া করবেন, নেক আশা করিয়া চিঠিখানা লিখেছি।
ইতি তোমার পাপী বান্দা।’

এর আগে, গত ১৭ আগস্টও এমন একটি চিরকুট পাওয়া যায় পাগলা মসজিদের দান বাক্সে। যেখানে একজন প্রেমিকা মুসলিম হয়েও খ্রিস্টান ছেলেকে জীবনসঙ্গী করে পেতে চিঠি লেখেন। তার আগে গত ২০ এপ্রিল সাইফুল ইসলামের নামের এক প্রেমিক চিঠি লিখে পাঠান দানবাক্সে।

- Advertisement -

Related Articles

Latest Articles