12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেপ্তার

মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেপ্তার - the Bengali Times

রাজধানীর মিরপুরের পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

- Advertisement -

গ্রেপ্তাররা হলেন, পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছা. বাবলী বেগম (৪৩), সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন যুথি (৩৮), সাংগঠনিক সম্পাদক মোছা. রিতা আক্তার (৪০), সহ-সভাপতি নাজমা আক্তার সাথী (৩০) ও সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. খাদিজা বেগম (৩৪)।

আজ শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গতকাল রাত পৌনে ১২টায় পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের

পল্লবী থানার একটি হামলা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বেলা সাড়ে ৩টায় পল্লবী থানার মিরপুর-১০ নম্বরে অবস্থিত পপুলার-২ ডায়াগনস্টিক সেন্টারের সামনে সরকার পতনের একদফা দাবিতে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন মো. আবিদ।আন্দোলন দমনে তাদের ওপর দেশীয় অস্ত্র, পিস্তলসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আবিদের ডান চোখে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী আবিদের ভাই জিন্নাত সাঈদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর পল্লবী থানায় একটি মামলা করা হয়। সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আন্দোলনে হামলার ঘটনায় জড়িত মহিলা আওয়ামী লীগের এই ৫ নেত্রীকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles