1.9 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

এ বছর ছুটির মৌসুম ভালো কাটার প্রত্যাশা কানাডিয়ানদের

এ বছর ছুটির মৌসুম ভালো কাটার প্রত্যাশা কানাডিয়ানদের - the Bengali Times
গ্লোবাল নিউজের জন্য সমীক্ষাটি পরিচালনা করেছে ইপসস পোল সমীক্ষায় অংশগ্রহণকারী ৬৬ শতাংশ কানাডিয়ান আসন্ন ছুটির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তবে ৪৪ শতাংশ অংশগ্রহণকারীর মতে এবারের ছুটি আবারও স্বাভাবিক নিয়মেই কাটবে

কোভিড-১৯ মহামারি আবহের মধ্যে দ্বিতীয় ছুটির মৌসুমটা প্রথমটির চেয়ে ভালো যাবে বলে মনে করছেন সিংহভাগ কানাডিয়ান। যদিও এখনও অনেকেই নিজেদের সুরক্ষিত রাখার পদক্ষেপে হাঁটবেন। ইপসস পোলের নতুন এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

গ্লোবাল নিউজের জন্য সমীক্ষাটি পরিচালনা করেছে ইপসস পোল। সমীক্ষায় অংশগ্রহণকারী ৬৬ শতাংশ কানাডিয়ান আসন্ন ছুটির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে ৪৪ শতাংশ অংশগ্রহণকারীর মতে, এবারের ছুটি আবারও স্বাভাবিক নিয়মেই কাটবে।

- Advertisement -

সমীক্ষার ফলাফল অনুযায়ী, প্রতি ১০ জনের মধ্যে ৭ জন কানাডিয়ানই এ বছর প্রিয়জনদের জন্য ঘরের দরজা খোলা রাখবেন। তবে সতর্কতাও অবলম্বন করবেন অনেকে। ৫৪ শতাংশ কানাডিয়ান অতিথিকে বাড়িতে স্বাগত জানানোর আগে তারা ভ্যাকসিন দিয়েছেন কিনা তা জানতে চাইবেন।

ইপসস পাবলিক অ্যাফেয়ার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যারেল ব্রিকার বলেন, সমীক্ষায় যা দেখা যাচ্ছে তা হলো পরিস্থিতি এবং বাড়িতে অতিথির আগমন ও নির্গমন ব্যবস্থাপনা সক্ষমতার ব্যাপারে কানাডিয়ানরা অনেক বেশি আত্মবিশ^াসী। এ আত্মবিশ^াস দিয়েছে মূলত ভ্যাকসিন।

সমীক্ষায় অংশগ্রহণকারী ৩৩ শতাংশ কানাডিয়ান ধারণক্ষমতার সীমার তোয়াক্কা না করেই অধিক সংখ্যক বন্ধু ও পরিজনকে দেখতে চান। অন্যদিকে ৩৮ শতাংশ কানাডিয়ান কেবলমাত্র বর্ধিত পরিবারের সদস্যদের সঙ্গেই মিলিত হতে চান।
এ মাসের গোড়ার দিকে কানাডাজুড়ে এক হাজার নাগরিকের ওপর সমীক্ষাটি চালানো হয়। সমীক্ষায় অংশগ্রহণকারী পুরুষের তুলনায় নারীরা বেশি সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছেন। ৩৯ শতাংশ পুরুষ বন্ধু ও পরিজনদের সঙ্গে মুক্তভাবে মেশার ইচ্ছা প্রকাশ করলেও নারীদের মধ্যে এ হার ২৮ শতাংশ।

ছুটির মৌসুম নিয়ে আশাবাদে অঞ্চলভেদে পার্থক্য রয়েছে। কুইবেকে সবচেয়ে বেশি ৭১ শতাংশ নাগরিক ২০২০ সালের তুলনায় এ বছর ছুটির মৌসুম ভালো যাবে বলে একমমত হয়েছেন। প্রদেশটির ৭৭ শতাংশ নাগরিক পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার আশা প্রকাশ করেছেন। তবে সবচেয়ে কম আশাবাদী সাস্কেচুয়ান ও ম্যানিটোবার বাসিন্দারা। এ দুই প্রদেশের মাত্র ৫৭ শতাংশ নাগরিক এ বছর ছুটির মৌসুম ভালো যাবে বলে মনে করছেন।

এদিকে সমীক্ষায় অংশ নেওয়া ৪৬ শতাংশ কানাডিয়ান এ বছর পরিবার ও প্রিয়জনদের জন্য উপহার কিনতে পারবেন কিনা সে সন্দেহ প্রকাশ করেছেন। ২০ শতাংশ এ নিয়ে খুবই উদ্বগ্ন।

- Advertisement -

Related Articles

Latest Articles